Top News

এবার বাংলাদেশ বিমানের চাকা চুরি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মী তাদের উড়োজাহাজের ব্যবহৃত ১০টি চাকা চুরি করে ইউএস–বাংলা এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিমানের সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মোশারেফ হোসেন সোমবার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

চাকাগুলোর প্রতিটির দাম পাঁচ থেকে ১৫ হাজার ডলার, মোট মূল্য প্রায় কোটি টাকা। এগুলো ‘অকশন শেডে’ রাখা ছিল বলে জানায় বিমান কর্তৃপক্ষ।

জিডিতে বলা হয়, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট সুপারভাইজার আরমান হোসেন ও স্টোর হেলপার সামসুল হক ইউএস–বাংলা এয়ারলাইন্সের এজিএম শফিকুল ইসলামকে অনুমতি ছাড়াই চাকাগুলো দিয়েছেন।

বিমানবন্দর থানার ওসি জানিয়েছেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে ইউএস–বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এরই মধ্যে বিমানের একাধিক উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ও শিডিউল বিপর্যয়ের ঘটনায় সমালোচনা চলছে। এসবের মধ্যে নতুন করে চাকা বেচাকেনার অভিযোগে প্রশ্ন উঠছে বিমানের রক্ষণাবেক্ষণ ও দায়বদ্ধতা নিয়ে।

এ বিষয়ে তদন্ত শুরু করেছে বিমান, এবং যাত্রীসুরক্ষা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা ও জনবল পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন