কলকাতায় ফের ডেঙ্গির প্রকোপ বাড়ছে। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, ৩ অগস্ট পর্যন্ত শহরে আক্রান্তের সংখ্যা ছিল ২৫৫। ২৪ অগস্টের মধ্যে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮০-র বেশি। গত ২১ দিনে নতুন করে ১২৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। শুধু গত সপ্তাহেই আক্রান্ত হয়েছেন আরও ৪০ জন।
যদিও পুরসভার দাবি, আক্রান্তের সংখ্যা বাড়লেও বৃদ্ধির হার এখনও উদ্বেগজনক নয়। তবে সতর্ক থাকা জরুরি। সাধারণত অগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মধ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ে।শহরের সাতটি ওয়ার্ডকে ডেঙ্গি-ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে পুরসভা। এর মধ্যে রয়েছে— বালিগঞ্জের সানি পার্ক ও কুইন্স পার্ক, লেক গার্ডেন, তপসিয়া, পিকনিক গার্ডেন, খিদিরপুর, যোধপুর পার্ক ও ভবানীপুরের কিছু অংশ। তবে গত দু’সপ্তাহে নতুন করে কোনও এলাকা তালিকায় যোগ হয়নি।ভেক্টর কন্ট্রোল দলকে নির্মাণস্থল ও মশার প্রজননক্ষেত্রে বিশেষ নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সচেতনতা দলগুলি প্রতিটি এলাকায় জল জমা রোধে প্রচার চালাচ্ছে।
একটি মন্তব্য পোস্ট করুন