২২ বছর পর ভারতে ফিরছে বিশ্ব দাবার মহারণ, গোয়ায় অনুষ্ঠিত হবে ফিডে ওয়ার্ল্ড কাপ ২০২৫
ভারত আবারও বিশ্ব দাবার ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় রচনা করতে চলেছে। দীর্ঘ ২২ বছর পর দেশটি আয়োজক হতে চলেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ফিডে ওয়ার্ল্ড কাপ ২০২৫। আগামী ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত গোয়ায় অনুষ্ঠিত হবে এই মহারণ।
২০০৩ সালের পর এটাই প্রথমবার ভারত এই আসর আয়োজন করছে। সেই সময় বিশ্বনাথন আনন্দ ট্রফি জিতেছিলেন এবং ভারতীয় দাবাকে আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। এবারের টুর্নামেন্টে অংশ নেবেন বিশ্বের সেরা ২০৬ জন দাবাড়ু। মোট পুরস্কারের অঙ্ক ২০ লক্ষ মার্কিন ডলার এবং এই প্রতিযোগিতা থেকেই নির্ধারিত হবে ২০২৬ সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্টের জন্য তিনটি আসন।
ফিডে ওয়ার্ল্ড কাপ ২০২৫ হবে নক-আউট ফরম্যাটে। শীর্ষ ৫০ জন খেলোয়াড় সরাসরি দ্বিতীয় রাউন্ড থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামবেন। প্রতিটি ম্যাচে থাকবে দুটি ক্লাসিক্যাল গেম, আর টাই হলে খেলা গড়াবে র্যাপিড ও ব্লিৎজ টাই-ব্রেকারে।
এই আয়োজন শুধু গোয়া নয়, গোটা ভারতের জন্যই এক বিশাল সম্মানের বিষয়। দাবা আজ ভারতীয় ক্রীড়ার গর্ব, আর এই প্রতিযোগিতা আবারও প্রমাণ করবে যে, ভারত শুধু খেলাটির জন্মভূমি নয়, বরং আধুনিক দাবার অন্যতম প্রধান কেন্দ্রও।
একটি মন্তব্য পোস্ট করুন