Top News

স্বাধীনতা আন্দোলনে এক অচেনা নায়কের কাহিনী, নায়ক অরবিন্দ ঘোষ

 News Tap Bangla: স্বাধীনতা আন্দোলন চলাকালীন  আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার হয়েছিল অরবিন্দ কে। অরবিন্দ ঘোষ ধরা পড়েন ৪৮নং গ্রে স্ট্রিটের বাড়িতে। সেদিন তাঁকে গ্রেপ্তার করতে পুলিশের সঙ্গে গিয়েছে এক ইংরেজ অফিসার। সেই সময় ঘরের চারদিকে তাকিয়ে ইংরেজ অফিসার হতভম্ব। আর ঘরের মেঝেয় মাদুর পেতে শুয়ে আছে এক ব্যাক্তি, কে সেই ব্যাক্তি ! সেই অরবিন্দ নাকি...?

তখন হঠাৎই মেঝেই শুয়ে থাকা লোকটি বলে উঠলেন, ‘হ্যাঁ, আমিই অরবিন্দ ঘোষ।’


ইংরেজ অফিসার তাকাল পুলিশের দিকে। বললেন, অবিশ্বাস্য! এই অরবিন্দ ঘোষ, যে দীর্ঘ নয় বছর বিলেতে কাটিয়ে এসেছে। যে চাল-চলনে, খানা-পিনায় পুরোদস্তুর সাহেব। যে নাকি ভালো করে বাংলা পর্যন্ত বলতে পারে না, তার এই দৈন্যদশা? তার একটা শোবার তক্তপোশও জোটে না? না বিছানা-বালিশ? এ যে একেবারে ইংরেজি ভোগবিলাসের প্রতি পরম তিরস্কার। 

অরবিন্দের দিকে চেয়ে ইংরেজ অফিসর ধিক্কার দিয়ে উঠল। বললেন, “ আই অ্যাম অ্যাশেমড অব ইউ।”

অরবিন্দ হাসলেন। বললেন, “ তুমি হতভাগ্য, তোমাকে কি করে বোঝাব এই ভোগবিরতি জীবনের কত বড় বিভূতি।”

সেই সময়ই ইংরেজ অফিসারের আদেশে পুলিশ আধিকারিকরা সার্চ করতে শুরু করেন এবং পাওয়া যায় এক কৌটো মাটি। 

— ‘ কি ওটা? বোমার মশলা..?’

— “ তার চেয়েও মারাত্মক..”, বললেন অরবিন্দ।

— ‘ কি?’ অফিসার আঁতকে উঠলেন।

— “ দক্ষিণেশ্বরের মাটি...”

— ‘ তার মানে? ’

— “ তার মানে রামকৃষ্ণ পরমহংসের চরণ-ছোঁয়া তীর্থরেণু।”

— অফিসার বললেন, ‘ বোমার চেয়েও মারাত্মক কেন? ’

— “ তার প্রতি ধূলিকণাই একেকটা বোমা। আর তার সবচেয়ে বড় বোমাটার নাম শোনেন নি? সে বোমাটার নামই স্বামী বিবেকানন্দ..”


হ্যাঁ, ঠিক এমনই ছিলেন বিপ্লবী অরবিন্দ ঘোষ... যাকে আমরা সক্কলে চিনি ঋষি অরবিন্দ ঘোষ নামেই..

আজ স্বাধীনতা দিবসের পূর্ন দিনে এবং তাঁর ১৫২তম জন্মদিবসে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি..

Post a Comment

নবীনতর পূর্বতন