নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন শাসক দলের আরও এক বিধায়ক। প্রায় ছ'ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর তৃণমূল কংগ্রেসের বড়ঞা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করল প্রয়োগকারি সংস্থা ইডি (ED)।
সূত্রের খবর, সকালে ইডি আধিকারিকরা জীবনকৃষ্ণ সাহার বাসভবনে হাজির হন।
অভিযোগ তদন্তের মুখোমুখি হওয়ার সময় তিনি নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেওয়ার চেষ্টা করেন। পরে আধিকারিকরা সেই ফোনগুলি উদ্ধার করেন। এরপর শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ। প্রায় ছ'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপরই তাঁকে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২০২৩ সালে জীবনকৃষ্ণ সাহাকে সিবিআই গ্রেপ্তার করেছিল। প্রায় দেড় বছর তিনি জামিনে মুক্ত ছিলেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন