News Tap Bangla: পুজো আসতে আর এক মাসও নেই। এখন থেকেই অনেকের মনে শুরু হয়ে গিয়েছে ঘুরতে যাওয়ার প্ল্যান। কেউ কেউ যাচ্ছে বহুদূরে আবার কেউ কেউ অল্প টাকাই যাচ্ছে কাছাকাছি। তবে পুজোর সময় পাহাড় দেখার অন্যরকম শান্তি লক্ষ্য করা যায়। পাহাড় ঘোরার সবথেকে ভালো সময়ই হছে অক্টোবর এবং নভেম্বর। আর এই পাহাড় নাম শুনলেই প্রথমে মাথায় আসে দার্জিলিং।
দার্জিলিং জেলার দর্শনীয় স্থান বলতে গেলে সমগ্র জেলাকেই বলতে হয়। দার্জিলিং শহরকে সারা দেশই “পাহাড়ের রানি” বলেই জানি। তবে দার্জিলিং শহর ছাড়াও এই ছোট্ট জেলার মধ্যে অসংখ্য সুন্দর ভ্রমন গন্তব্য রয়েছে যেমন, কার্শিয়ং, মিরিক, লেপচাজগত, তিঞ্চুলে, সুখিয়াপোখরি, লামাহাট্টা, মানেভঞ্জন, সিঙ্গালিলা জাতীয় উদ্যান ইত্যাদি স্থানগুলি পশ্চিমবঙ্গের ভ্রমন মানচিত্রে একেবারে উপরের দিকে স্থান পায়। দার্জিলিং জেলার ভ্রমন সংক্রান্ত কাঠামো গড়া শুরু হয় ব্রিটিশ রাজত্বের প্রথম দিক থেকেই।
দার্জিলিঙের বেশ কয়েকটি জায়গা অন্যতম, সেগুলি হল-
১। দার্জিলিং শহর
- অবজারভেটরি হিল
- মহাকাল মন্দির
- পিস প্যাগোডা
- ঘুম ষ্টেশন
- টাইগার হিল
- দার্জিলিং টয় ট্রেন
- সিঞ্চল লেক ও বন্যপ্রাণী অভয়ারণ্য
2। মিরিক
দার্জিলিঙের মিরিক একটি অন্যতম পর্যটন কেন্দ্র। খাড়াও রাস্তা, এইদিকে চা বাগান ও লম্বা সেগুন গাছ আর প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ মিরিক পর্বতপ্রেমীদের জন্য একটি আদর্শ জায়গা। শহরের দূষণযুক্ত পরিবেশ থেকে বের হয়ে চলে আসুন পাহাড়ের বুকে।
মিরিক প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। এখানকার জলবায়ু সারাবছরই মনোরম থাকে তবে গ্রীষ্ম কলে সর্বোচ্চ তাপমাত্রা ৩০° সেলসিয়াস এবং শীতে সর্বোনিম্ন ১° সেলসিয়াস।
এছাড়াও মিরিকে কমলালেবু বাগান ও চা বাগান দেখতে পাওয়া যায়। শুধু পরিবেশের সঙ্গেই নয় আপনি এখানকার জনসাধারণের মধ্যেও খুব ভালোভাবে মিশে যেতে পারবেন। প্রকৃতির মাঝে কিছুদিন নিঃশ্বাস নিয়ে আবার নতুনভাবে নিজের পুরনো জীবনে ফিরে যাওয়ার উদ্যম পাবেন।
মিরিকে এসবের পাশাপাশি আর কিছু জায়গা আছে যেমন সুমেন্দু হ্রদ,বোকার মঠ, রামিতে দারা ভিউ পয়েন্ট,ডন বসকো চার্চ।
৩। লেপচাজগৎ
লেপচাজগৎ দার্জিলিং শহর এবং কাঞ্চনজঙ্ঘার মধ্যবর্তি অঞ্চলে একটি শান্ত ছবির মত গ্রাম। একসময় এটি স্থানীয় লেপচাদের গ্রাম ছিল মাত্র। জায়গাটি পাইন, স্প্রুস ইত্যাদি লম্বা খাড়াই গাছে ঘেরা কুয়াশাচ্ছন্ন একটি অঞ্চল। আর এই প্রাকৃতিক সৌন্দর্য্যই এই গ্রামটিকে একটা স্বপ্নের গন্তব্য করেছে। একেবারে ভোরের আকাশে যখন লাল-হলুদ রঙ ধরে সেখানথেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আপনাকে বাকরুদ্ধ করবেই।
আবার পাহাড়ের এ দিকে দাওয়াইপানি আর উল্টো দিকের পাহাড়ে দার্জিলিং শহর। রাত হতেই আলোর মালায় রোজ সেজে উঠে দার্জিলিং শহরটা। মনে হবে যেন অসংখ্য জোনাকি ধিকিধিকি করে জ্বলছে। সে এক অবাক হওয়া যা ভাষায় প্রকাশ করা দুরহ। লেপচাজগৎ এ আপনি হিমালয়ান সালাম্যান্ডার বা ওয়ারব্লার, মিনলা, সিবিয়ার মতো পাখি দেখতে পাবেন।
লেপজগতে দেখার মত বেশ কিছু জায়গা আছে যা কুয়াশায় ঢাকা জঙ্গল, সূর্যোদয় পয়েন্ট, রাতের দার্জিলিং শহর
৪। সেবক
সেবক স্থানীয় লোকজনের কাছে সবচেয়ে পছন্দের পিকনিক স্পট। সেবকেশ্বরী কালী মন্দির এখানকার সবচেয়ে শ্রদ্ধার মন্দির। সেবক ঘোরার সবচেয়ে ভাল সময় হল সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী বলাযায়। তবে দুর্গাপূজা এবং কালী পূজার সময় যখন বড় অনুষ্ঠান হয় এখানকার মন্দিরগুলোয়।
সেবকে ঘোরার মত জায়গা হলয় সেবকেশ্বরী কালী মন্দির, করোনেশন ব্রিজ, সবুজ বনভূমি
৫। তিঞ্চুলে
তিনচুলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফুট উঁচুতে অবস্থিত এই গ্রাম রয়েছে কালিম্পংয়ের দিকে চেয়ে। আর কাঞ্চনজঙ্ঘা তো দাঁড়িয়েই রয়েছে এই গ্রামগুলিকে দেখাশোনার জন্য। এই গ্রামে যদি আপনি একবার গিয়ে পৌঁছান, তাহলে আপনার চোখে শুধু ধরা দেবে সবুজ প্রান্তর। কারণ ছোট ছোট তিনটি পাহাড় ও জঙ্গলে ঘেরা এই পাহাড়ি গ্রাম। আর তিনটি পাহাড় নাকি দেখতে অনেকটা চুল্লির মত, আর সেই কারণেই এই গ্রামের নাম তিনচুলে। এই গ্রামের মূল আকর্ষণ হল অর্কিডের বাগান। তাছাড়াও রয়েছে একটি প্রাচীন মনেস্ট্রি আর ছয়টি চা বাগান।
এই গ্রামে আপনার ঘুম ভাঙতে পারে পাখির কলরবে। আর সারাদিন এখানে আনাগোনা রয়েছে মেঘেদের। মেঘ, পাহাড়, বন আর নদী এই চারটের মিলিত শব্দ সারাদিনই আপনার কানকে ব্যস্ত করে রাখতে পারে। দার্জিলিং, শিলিগুড়ি কিংবা নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি করে সোজা চলে যেতেন পারেন এই অফবিটে।
৬। কার্শিয়াং
৭। লামাহাট্টা
লামাহাট্টা বা স্থানীয় উচ্চারণ-এ “লামাট্টা” দার্জিলিং এর চাকচিক্য থেকে অনেক দূরে শেরপাদের একটি গ্রাম। এন.জে.পি থেকে গাড়িতে তিন থেকে চার ঘন্টার রাস্তা হলেও এখানে পৌঁছানোর পর সকল ক্লান্তি একনিমেষে উধাও হয়ে যাবে এখানকার সৌন্দর্যে আর সরল গ্রামবাসীর আপ্যায়নে। গ্রামের প্রথমেই চোখে পরবে এক অনুপম ইকোপার্ক।
ইকো পার্কের ভিতরে নানান গাছগাছালি ও অসংখ্য ফুলের সমারোহে পরিপুর্ন । বিশাল উঁচু পাইন গাছগুলি দম্ভেরসাথে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে আর তাদের সাথেই পাল্লাদিয়ে পতপত্ করে দলছে নানা রঙের কাপড়ের পতাকা, স্থানীয় লোকেদের বিশ্বাস, এই পতাকার মধ্যদিয়ে প্রবাহিত বাতাসে চারপাশের পরিবেশ ও মানুষের মন পবিত্র হয়। বাগানের একবারে উপরে যাওয়ার জন্য জঙ্গল কেটে আঁকাবাঁকা রাস্তা তৈরী করা হয়েছে। পাহাড়ি রাস্তায় ট্রেকের অ্যাডভেঞ্চারের লোভ সামলানো দায়। চূড়ায় পৌঁছে দেখতে পাবেন সুন্দর একটি লেক যেটা গ্রামবাসিদের কাছে খুব পবিত্র।
এর কাছাকাছি আর কিছু জায়গা আছে যা ডানডা ,পেশক ভিউ পয়েন্্ ডেন্স ধুপি প্ল্যানটেশন, তাকদা ।
দার্জিলিং যাওয়ার উপায় এবং খরচ
একটি মন্তব্য পোস্ট করুন