News Tap Bangla: নবরাত্রি মানেই আলোর রোশনাইয়ে সেজে ওঠে শহর কলকাতা ৷ এবার সেই আনন্দ দ্বিগুণ করে তুলতে শহর কলকাতায় আসছেন গায়ক শান ৷ দিপাবলীর আগে গানে গানে লাইভ কনসার্ট নিয়ে হাজির হচ্ছেন শান ৷ আসলে দেখতে দেখতে গানের জগতে সিলভার জুবিলি অর্থাৎ ২৫টা বছর কাটিয়ে ফেলেছেন শান্তনু মুখোপাধ্যায় অর্থাৎ শান ৷ সঙ্গীত দুনিয়ায় তাঁর ইনফিনিটি ট্যুরের সাক্ষী থাকতে চলেছে কলকাতাও ৷ 'তনহা দিল' থেকে 'বেহতি হাওয়া সা', গানের মেলোডি আর ইমোশনে ভেসে যাওয়ার সুযোগ থাকছে আপনাদেরও ৷ ১০ অক্টোবর কলকাতায় লাইভ কনসার্ট থাকছে শানের ৷
আট থেকে আশি শানের গায়ের ভক্তের সংখ্যা আকাশছোঁয়া ৷ কখনও 'চাঁদ সিফারিশ' প্রেম ব্যক্ত করার ভাষা শিখিয়েছে আবার কখনও 'বম বম বোলে'-র মতো গান বাচ্চাদের মুখে হাসি ফুটিয়েছে ৷ শানের নানা অনুভূতির এই গান শোনার সুযোগ থাকছে অনুরাগীদের ৷ ১০ই অক্টোবর বিশ্ব বাংলা এক্সহিবিশন সেন্টারে বসছে গানের আসর ৷ টিকিট কাটতে পারবেন বুক মাই শো-তে গিয়ে ৷ আর টিকিটের দাম একেবারে সাধ্য়ের মধ্য়ে ৷ সন্ধ্যে ৬টা থেকে শুরু হবে লাইভ কনসার্ট ৷
শানের এই অনুষ্ঠানের টিকিট চারভাগে ভাগ করা হয়েছে ৷ প্রত্যেক টিকিট আলাদা আলাদা গানের জন্য ব্যবহার করা হয়েছে।
শানের কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। যা-
একটি মন্তব্য পোস্ট করুন