মহা ধুমধামের সঙ্গে বৃদ্ধি পেয়ে চলেছে কোলকাতা মেট্রোর নতুন সমস্ত রুট। কিন্তু তার জেরে কি উপেক্ষিত পুরোনো মেট্রোর পরিষেবা?
কোলকাতা মেট্রো বহুদিন ধরে ছকেই, সম্প্রতি বেশ কিছু নতুন রুটের উদ্বোধন করতে সক্ষম হয়েছে। দিন কয়েক আগে তিনটি নতুন রুটের শুভ সূচনা করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে যাত্রীদের বড়োই উপকার হয়েছে। বহু যাত্রাপথে সহজে করা যাচ্ছ আনাগোনা। কিন্তু এসবের মধ্যে ভয়ানক উপেক্ষিত পুরোনো মেট্রো রুটগুলো।
কিছু দিন আগেই পার্ক স্ট্রিট মেট্রোয় জমে জল, গোলযোগের কারণে ইদানিং বারবার ব্যহত হয় পুরোনো 'ব্লু লাইন' এর পরিষেবা। বন্ধ হয়ে গিয়েছে 'কবি সুভাষ' স্টেশন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা স্টেশনটি ভেঙে রিপেয়ার করা হবে। কিন্তু এই ত্রুটি- বিচ্যুতির দিকে আদৌ খেয়াল রাখা হচ্ছে কিনা, এই নিয়ে প্রশ্ন জাগছে অনেকেরই।
একটি মন্তব্য পোস্ট করুন