Top News

ঢাকায় মব জাস্টিস কমলেও বিভিন্ন জেলায় অব্যাহত: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকার আশপাশে মব জাস্টিস কমলেও দেশের বিভিন্ন এলাকায় এখনও এ ধরনের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর ১২তম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সভায় জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ড, মামলার রেকর্ড, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মত সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, চাঁদাবাজি দমন, শীর্ষ সন্ত্রাসীদের জামিন এবং অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের আগে বিভিন্ন বাহিনীতে নতুন করে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশে ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা বিভাগে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন। এসব নিয়োগ কনস্টেবল থেকে শুরু করে সাব-ইন্সপেক্টর পর্যায় পর্যন্ত হয়েছে।

তিনি বলেন, “আমরা চাই মব জাস্টিস যতটা সম্ভব কমিয়ে আনা যায়। ঢাকায় তুলনামূলকভাবে কমলেও রংপুরসহ বিভিন্ন জেলায় এখনো এমন ঘটনা ঘটছে। এ বিষয়ে আমরা কঠোর নজরদারি করছি।”

১৫ আগস্ট ঘিরে ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা— এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, এ বিষয়ে তার জানা নেই। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার জন্য।

মাইটিভির চেয়ারম্যান গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, “বাদী বলেছে ঘটনায় চেয়ারম্যানের সম্পৃক্ততা নেই। তবে এ নিয়ে কোর্টকে জিজ্ঞাসা করতে হবে। পুলিশের গ্রেপ্তার যদি অবৈধ হয়, তাহলে আদালত তাকে মুক্তি দেবে। আদালত স্বাধীনভাবে কাজ করে।”

তিনি আরও বলেন, “আমরা চাই নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয়। তবে যারা দোষী, তারা কোনোভাবেই ছাড় পাবে না। আমরা প্রায়ই ছোট অপরাধীদের ধরি, কিন্তু বড় অপরাধীরা ধরা পড়লে তাতে অনেকের আগ্রহ বেড়ে যায়। সত্য ঘটনা তুলে ধরার জন্য আমরা সাংবাদিকদের ধন্যবাদ জানাই।”

Post a Comment

নবীনতর পূর্বতন