Top News

মাওবাদী অধ্যুষিত এলাকায় স্বাধীনতা দিবস!

 ছত্তিশগড়ে মাওবাদী অধ্যুষিত এলাকা অবুঝমাড়ে এই প্রথম পালিত হলো স্বাধীনতা দিবস। উত্তোলিত হলো জাতীয় পতাকা।



প্রায় অর্ধশতক ধরে  ছত্তিশগড়ের দক্ষিণাঞ্চলে মাওবাদীদের অবাধ আনাগোনা। অবুঝমাড় তাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু সরাস্ট্রমন্ত্রী অমিত শাহের কথা মতো শুরু হয়ে গেছে দেশ থেকে মাওবাদী দমন। নিহত হয়েছেন অবুঝমাড়ের মাওবাদীরাও। ওই অঞ্চলের বড়ো অংশ বর্তমানে সুরক্ষা বাহিনীর নজরদারিতে। এই অবুঝমাড়ের সাতটি গ্রাম জুড়ে আজ এই প্রথমবার পালিত হলো স্বাধীনতা দিবস। তোলা হলো জাতীয় পতাকাও।

Post a Comment

নবীনতর পূর্বতন