ট্রাম্পের বিরুদ্ধে এবার এগোচ্ছে BRICS রাষ্ট্রগুলি। এবার ব্রাজিলের রাষ্ট্রপতি ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০% শুল্ক চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্রের খবর, সেই কারণেই বৃহস্পতিবার লুলার ফোন মোদীকে। ব্রাজিলের পণ্যের ওপরেও একই ভাবে শুল্কবৃদ্ধি করেছেন ডোনাল্ড ট্রাম্প।
হঠাৎ ভরতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দেন ট্রাম্প সরকার। ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিও প্রকাশ করা হয় এই নিয়ে। এর পরেই ব্রাজিলের রাস্ট্রপ্রধানের ফোন প্রধানমন্ত্রীকে। দুই দেশের ওপর মার্কিন সরকারের শুল্কবৃদ্ধি নিয়েই কথাবার্তা চলে বলেই জানা গিয়েছে।
এছাড়াও বাণিজ্য, কৃষি, স্বাস্থ্য, প্রযুক্তি ও দুই দেশের নাগরিকের মধ্যে সম্পর্ক উন্নত করার ব্যপারেও আলোচনা করেছেন দুই রাষ্ট্রনেতা।
জানা গিয়েছে, আগামি BRICS সম্মেলনে ট্রাম্পের এই সিদ্ধান্ত তুলে ধরবেন দুই দেশের প্রধান।
একটি মন্তব্য পোস্ট করুন