SSC এর দাগিদের তালিকায় শাসক দলের যোগ আরো স্পষ্ট হলো। বর্তমানে দাগিদের সংখ্যা ১৮০৬।
আগে SSCএর দাগিদের সংখ্যা ছিলো ১৮০৪। নতুন তালিকায় তার সংখ্যা বেড়ে হলো ১৮০৬। নতুন তালিকায় আর স্বচ্ছ তৃণমূল যোগ। বিধায়ক থেকে কাউন্সিলর, সবারই আত্মীয়দের নাম মিলছে এই তালিকায়। নতুন দুই নামের মধ্যে আছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশেনারা খাতুন। রয়েছে পানিহাটির বিধায়কের বৌমা শম্পা ঘোষের নাম। পিংলার তৃণমূল নেতার নামও পাওয়া যাচ্ছে এই তালিকায়। এছাড়া তালিকায় রয়েছে, কোনও তৃণমূল নেতার ছেলে, কারোর স্ত্রী, কোনও কাউন্সিলরের নিজের নাম!
এখন প্রশ্ন, গত লিস্ট থেকে কেন বাদ পড়েছিলো শেষ দুটি নাম? এর মধ্যেও কি হস্তক্ষেপ রয়েছে অন্য কারোর?
একটি মন্তব্য পোস্ট করুন