Top News

‘War 2’ বনাম ‘Dhumketu’: বাংলা ছবির জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি

 


আগস্টের 14 তারিখে মুক্তি হতে চলেছে Ayan Mukerji পরিচালিত এবং Hrithik Roshan, Jr. NTR, ও Kiara Advani অভিনীত হিন্দি ছবি ‘War 2’ এবং ঠিক একই সাথে মুক্তি পেতে চলেছে Kaushik Ganguly পরিচালিত এবং Dev Adhikari, Subhashree Ganguly অভিনীত বাংলা ছবি ‘Dhumketu’। 

বেশ কিছু বছর ধরে হিন্দি ছবির প্রযোজক ও পরিচালকরা তাদের হিন্দি ছবির পাশাপাশি বাংলা ছবি না চালানোর শর্ত রাখে প্রেক্ষাগৃহের মালিকদের কাছে। Shah Rukh Khan এর Pathaan (2023) ছবির মুক্তির সময়েও এরকম ঘটনা ঘটেছিল। শুধু Shah Rukh Khan এর নয় যেকোনো বড়ো প্রযোজক বা পরিচালক বা অভিনেতাদের ছবি আসলেই এই শর্ত রাখা হয়ে থাকে। সাধারণ ভাবেই প্রেক্ষাগৃহের মালিকেরা একপ্রকার বাধ্য হয়েই বাংলা ছবির পরিবর্তে হিন্দি ছবি চালান। এর ফলে প্রায় সব প্রেক্ষাগৃহে প্রাইম টাইম শো গুলো থেকে বাংলা নতুন ছবি বঞ্চিত হচ্ছে। ফলে বাংলা ছবি কখনোই ভালো ব্যবসা করতে পারছে না।

এই সমস্যার মোকাবিলা করতে বাংলা ছবির বেশ কিছু প্রযোজক, পরিচালক, ও অভিনেতারা (Prosenjit Chatterjee, Dev, Kaushik Ganguly, Srijit Mukherjee, Shrikant Mohta, Nispal Singh) বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী Mamata Banerjee র কাছে একটি দরখাস্ত দায়ের করে। দরখাস্তয় তাদের দাবি সারা বছরই যেনো বাংলা ছবি প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে চালানো বাধ্যতামূলক করা হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী চিঠি পেয়েই আগামী 7th আগস্ট নন্দনে এক জরুরি বৈঠকের ডাক দেন। 


Post a Comment

নবীনতর পূর্বতন