Top News

পুজোর মাসে বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর, চলবে দফায় দফায় বৃষ্টি, জানুন বিস্তারিত

NT Bangla: আজ মাসের প্রথম দিন। আজ থেকেই প্রত্যেক জেলায় জেলায় পুজোর আনন্দে মেতে উঠবে সবাই। কিন্তু এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সুত্রে জানা যায়, এখনই বর্ষা বিদায় নিচ্ছে না বাংলা থেকে।



পুজোতে মাত্র আর ২৭ দিন বাকি। এরই মধ্যে বৃষ্টির আনাগনা দেখা যাবে বাংলায়। এই মুহূর্তে রাজ্যে কোনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা না থাকলেও বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তর থেকে দক্ষিণ, প্রায় সমস্ত জেলাতেই কমবেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই জন্যই আজ থেকেই আকাশে শরতের মেঘ দেখার আশা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। 

 চলতি সপ্তাহে দক্ষিণে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও কমবে পরিমাণ। পূর্বাভাস রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাওয়ার। তবে আগামী মঙ্গলবার থেকে কিছুটা হলেও ঝড়বৃষ্টি বাড়বে দক্ষিণের জেলায় জেলায়। বৃষ্টি হতে পারে কলকাতা সহ দুই ২৪ পরগণা, হাওড়া, মেদনীপুর জেলাতে। তবে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

দক্ষিনের জেলা গুলোর সাথে উত্তরের জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ছারাও আর বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সুত্রপাত হতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। যা ফিরতে চলেছে রাজ্যে। তার জেরে দক্ষিণবঙ্গে সপ্তাহের মাঝামাঝি থেকে শুক্রবার পর্যন্ত ঝাড়বৃষ্টির দাপট বাড়বে। ঝোড়ো হাওয়াও বইবে। হলুদ সতর্কতা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলায় যদিও কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। 

Post a Comment

নবীনতর পূর্বতন