Top News

আজ থেকে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস জারি বাংলাই, সুত্র আবহাওয়া দপ্তর

NT Bangla:  মঙ্গলবার, ২্ররা সেপ্টেম্বর, ২০২৫ আলিপুর আবহাওয়া দফতর দক্ষিনবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করায় একাধিক জেলাতে কমলা সতর্কতা দাখিল করা হয়েছে।  অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা সংলগ্ন অঞ্চলগুলিতে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি-সহ দুই মেদিনীপুরে।



সোমবার রাত নামতেই আকাশ বৃষ্টির মেঘ তৈরি হতে শুরু করে। তারপর ক্ষণিকের মধ্য়েই ভাসিয়ে নেয় শহর তথা শহরতলি। সোমবার রাত থেকেই দফায় দফায় ভিজেছে দক্ষিণবঙ্গ। পড়েছে মুহুর্মুহু বাজ। কলকাতা-সহ একাধিক এলাকায় জারি হয়েছে সতর্কতা।

আবহাওয়া দফতর বলছে, না। কারণ, বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঁধার চেষ্টা করছে নিম্নচাপ। যার জেরে মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা সংলগ্ন অঞ্চলগুলিতে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি-সহ দুই মেদিনীপুরে। পরিস্থিতি বেজায় কঠিন বলেই মনে করছে হাওয়া অফিস। এই অবস্থায় বুধবার পর্যন্ত মৎসজীবীদের গভীর সমুদ্রে পা না বাড়ানোরই পরামর্শ দিয়েছেন নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শুধু দক্ষিণবঙ্গেই না উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে , কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং সহ আর কিছু এলাকাতে। 

এই সারা সপ্তাহ বৃষ্টি হওয়ার কথা জানাই হাওয়া অফিস। পরের সপ্তাহ থেকে কিছুটা হলেও বৃষ্টি কমার আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর। 



Post a Comment

নবীনতর পূর্বতন