পুজোর আগেই গানের মঞ্চে রাজনীতিকে ব্যঙ্গ করে শোরগোল ফেলে দিল ব্যান্ড ‘হুলিগানিজ়ম’। অনির্বাণ ভট্টাচার্য, দেবরাজ ভট্টাচার্য ও শুভদীপ গুহদের এই দলের নতুন গান ‘তুমি মস্তি করবে জানি’ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
৩১ অগস্ট বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত ‘ব্যান্ড স্টর্ম’ অনুষ্ঠানে ছ’টি ব্যান্ডের মধ্যে পারফর্ম করে ‘হুলিগানিজ়ম’। সেখানেই প্রথমবার শোনা যায় গানটি, যেখানে একসঙ্গে কটাক্ষ করা হয়েছে তিন প্রধান রাজনৈতিক দলের নেতাকে— কুণাল ঘোষ, দিলীপ ঘোষ ও শতরূপ ঘোষকে।
গানে মিশে গেছে বিদ্রুপ ও রসিকতা। কখনও শোনা গেছে ‘এসব গান-বাজনা ছাড়, চল প্রোমোটারি করি/ ইলেকশনের মেজাজ বুঝে দলটা বদল করি’—যেখানে কুণাল ঘোষকে লক্ষ্য করে খোঁচা মারা হয়েছে। আবার কখনও উঠে এসেছে দিলীপ ঘোষের বহুল আলোচিত উক্তি ‘গরুর দুধে সোনা’। এরপর শতরূপ ঘোষকে নিয়ে গাওয়া হয়েছে— ‘ফেসবুকেতেই রাজা, মোদের দাদা শতরূপ।’
গানটি ঘিরে প্রতিক্রিয়া মিশ্র। একদল মনে করছে, এই সময়ে দাঁড়িয়ে সাহসী পদক্ষেপ এটি—কারণ একসঙ্গে তিন দলের নেতাকে নিয়ে প্যারোডি তৈরি করা সহজ নয়। অন্যদিকে, কেউ কেউ সমালোচনায় সরব। তবে প্রশংসা হোক বা সমালোচনা, গানটি ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, অনির্বাণ ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন— “আমার সামনে দুটো পথ ছিল, এক রাজনৈতিক দল তৈরি করা, আর দুই একটা গানের দল বানানো। আমি ভাবলাম গানের দল বানানোটাই ভালো।” যদিও সেটা নিছক মজা করেই বলা হয়েছিল, কিন্তু তাঁর দলের নতুন গান প্রমাণ করেছে, রাজনীতিকে ব্যঙ্গ করতে দল বানানোর দরকার নেই—সুরের মাধ্যমেই অনেক কিছু বলা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন