Top News

সাদুল্লাপুরে দুর্গোৎসবের প্রতিমায় অগ্নিসংযোগ, আতঙ্কে স্থানীয় হিন্দু সম্প্রদায়

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের প্রতিমায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশসহ পাঁচটি প্রতিমা ও পূজার নানা সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটে সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার হামিন্দপুর গ্রামের কামারপাড়া সর্বজনীন দুর্গামন্দির চত্বরে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই প্রতিমাগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়।

স্থানীয় হিন্দু সম্প্রদায় ও পুলিশ জানায়, মন্দির কমিটিকে ঘিরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার বর্তমান কমিটির কোষাধ্যক্ষ কার্তিক চন্দ্র সরকার মন্দিরের ফটকে তালা দেন। পরে অপরপক্ষ মন্দিরের পাশে অস্থায়ী ছাপড়া ঘর তুলে প্রতিমা তৈরির কাজ শুরু করে। পাঁচ–ছয় দিন ধরে প্রতিমা তৈরি হলেও রাতের আঁধারে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

মন্দির কমিটির সাবেক সভাপতি অনুকূল চন্দ্র রনু বলেন, “পরিকল্পিতভাবে প্রতিমায় অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় কার্তিক চন্দ্রের সম্পৃক্ততা আছে বলে আমরা মনে করি।”

স্থানীয় বাসিন্দা টুলু জানান, প্রতিমা পুড়ে যাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র অধিকারী।

ওসি তাজউদ্দীন বলেন, “রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রতিমায় আগুন দিয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।”

প্রভাত চন্দ্র অধিকারী জানান, এর আগেও এ বিরোধ নিয়ে থানায় বসে সমাধান হয়েছিল। কিন্তু নতুন করে দ্বন্দ্ব তৈরি হয়। তার আগেই প্রতিমায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্দির কমিটির ক্যাশিয়ার কার্তিক চন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Post a Comment

নবীনতর পূর্বতন