Top News

ফেডারেশন-পরিচালক মামলা খারিজ হতেই অভিনয়ে অনির্বাণ! কার ছবিতে কোন ভূমিকায় ফিরছেন অভিনেতা?

 ফেডারেশনের বিরোধিতার জেরে দীর্ঘদিন পর্দার বাইরে ছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সংগঠনের সভাপতির বিরাগভাজন হওয়ায় কাজ একপ্রকার বন্ধ হয়ে গিয়েছিল তাঁর। তবে ফেডারেশন-পরিচালকদের মামলা খারিজ হতেই যেন মিলল নতুন দিশা। টলিপাড়ার গুঞ্জন— ফের বড়পর্দায় ফিরছেন অনির্বাণ!


শোনা যাচ্ছে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, প্রযোজক রানা সরকার এবং এসভিএফের আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-তে শরৎচন্দ্রের চরিত্রে দেখা যেতে পারে তাঁকে। আগামী বছরের ৩১ আগস্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পথের দাবী’-র প্রকাশের শতবর্ষ পূর্ণ হবে। সেই সময়কাল, উপন্যাস এবং শাসকের বিরুদ্ধে প্রতিবাদের ভয়ঙ্কর পরিণতিকে ঘিরেই তৈরি হচ্ছে সৃজিতের নতুন ছবি।

যদিও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের তরফে এখনও কোনও সাড়া মেলেনি। প্রযোজক রানা সরকারের কথায়,
“অভিনেতা নির্বাচন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অনির্বাণের নাম ভাবা যেতে পারে, তবে সবটাই ফেডারেশনের অনুমতি-সাপেক্ষ।”

প্রসঙ্গত, পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে কেন্দ্র করে গত বছর থেকে ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্ব তীব্র আকার নেয়। বিদুলা ভট্টাচার্য হাই কোর্টে মামলা দায়ের করলে তাঁকে সমর্থন জানান আরও ১৩ জন পরিচালক। সেই তালিকায় ছিলেন অনির্বাণও। এর পর থেকেই কাজ হারান তিনি— পরিচালনা, অভিনয়, এমনকি গান নিয়েও এগোতে পারেননি।

তবে এবার আসছে সুখবর। অনির্বাণ-সহ একঝাঁক শিল্পীর গড়া ব্যান্ড ‘হুলিগানইজম’-এর নতুন গান মুক্তি পেতে চলেছে দুর্গাপুজোর আগেই। অনেকদিনের প্রতীক্ষার পর ফের দর্শক-শ্রোতাদের সামনে আসতে চলেছেন অভিনেতা-গায়ক অনির্বাণ ভট্টাচার্য।

Post a Comment

নবীনতর পূর্বতন