NT Bangla: GST কাউন্সিলের নয়া হারে উপকৃত হয়েছেন বহু নাগরিক। ১২ ও ২৮ শতাংশের GST কমিয়ে ৫ ও ১৮ শতাংশ করা হয়েছে। এর ফলে বহু দ্রব্য কর ছাড় পেয়েছে। কিন্তু এর পর আরেকটি বিশেষ কর ঘোষণা করেছে GST কাউন্সিল। আর সেটির হার ৪০ শতাংশ। ২৮-এর বদলে সরাসরি ৪০ শতাংশ কর চাপানো হয়েছে কিছু নির্দিষ্ট দ্রবের ওপর। এই দ্রব্যগুলোকে উল্লেখ করা হয়েছে 'সিন গুডস' হিসেবে। তার মধ্যে রয়েছে নেশা জাত তামাক, সিগারেট জাতীয় পদার্থ।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, 'সিন গুডস' ও কিছু নির্দিষ্ট বিলাসবহুল দ্রব্যের উপর ৪০ শতাংশ কর চাপানো হয়েছে। ইংরেজি সিন কথাটির অর্থ হল পাপ। সিন গুডস বলতে মূলত বোঝানো হয়েছে যেসব দ্রব্যগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে বা ক্ষতিকর। কেন্দ্র নির্ধারিত 'সিন গুডস'-এর তালিকায় রয়েছে সিগারেট, গুটখা, পানমশলা, বিড়ি, তামাক ও তামাকজাত নানা দ্রব্য। এগুলির উপরেই চাপানো হয়েছে ৪০ শতাংশ কর।
এছাড়াও, আরও বেশ কিছু দ্রব্য এবার থাকছে 'সিন গুডস'-এর তালিকায়। এর মধ্যে রয়েছে মদ, মাদকজাতীয় দ্রব্য ও বিভিন্ন ঠাণ্ডা পানীয়। ঠাণ্ডা পানীয়ের জন্য ওজন বেড়়ে যাওয়া থেকে নানা সমস্যা দেখা দেয় শরীরে। তাই এই ধরনের পানীয়ের উপরেও ৪০ শতাংশ কর চাপিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, জিএসটির শুরু থেকেই এই ধরনের দ্রব্যগুলিতে সর্বোচ্চ কর চাপিয়েছে কেন্দ্র। ক্রেতাদের নিরুৎসাহিত করার জন্যই বেশি কর ধার্য করা হয়েছে এইসব দ্রব্যগুলির উপর। নয়া জিএসটি হারে ফলে মধ্যবিত্তের নাগালে এসেছে বহু দ্রব্য। কিন্তু কিছু দ্রব্যের বিষয়ে অনড় থেকেছে কেন্দ্র। তাই এই দ্রব্যগুলিতে ২৮-এর বদলে আরও বেশি কর চাপানো হয়েছে। নয়া হার মেনে ৪০ শতাংশ কর দিতে হবে এই দ্রব্যগুলির জন্য।
তামাক পদার্থ ছারাও আরও জিনিসে চাপানো হয়েছে ৪০ শতাংশ কর। যেমন-
১। বায়ুযুক্ত পানীয়
.২। কার্বনেটেড পানীয় (ফল-ভিত্তিক পানীয় সহ)
৩। ক্যাফিনেটেড পানীয়
৪। ১,২০০ সিসি (পেট্রোল) বা ১,৫০০ সিসি (ডিজেল) এর চেয়ে বড় গাড়ি
৫। ৩৫০ সিসির উপরে মোটরসাইকেল
৬। ব্যক্তিগত ব্যবহারের জন্য বিমান
৭। রেসিং কার
৮। অনলাইন জুয়া এবং গেমিং প্ল্যাটফর্ম
একটি মন্তব্য পোস্ট করুন