Top News

SIR চাপ নিয়ে পথে বিএলওরা: সিইও দফতরে রাতভর উত্তেজনা ও বিক্ষোভ

এসআইআর-এর কাজের অতিরিক্ত চাপের অভিযোগ নিয়ে সোমবার পথে নেমেছিলেন বিএলও-রা। রাজ্যের সিইও দফতরেও গেছিলেন। একটানা চলছে অবস্থান বিক্ষোভ। মধ্যরাতে বিজেপি নেতা সজল ঘোষ-সহ কয়েকজন সেখানে গেলে উত্তেজনা আরও বাড়ে। তবে সেই পরিস্থিতি কাটিয়ে বিএলও-দের অবস্থান অব্যাহত।

মঙ্গলবার সকাল থেকেই সিইও দফতরের সামনে পরিবেশ থমথমে। পুলিশে ব্যারিকেড লাগানো হয়েছে। বেড়েছে নজরদারি। জানা গেছে, এখনও সিইও দফতরের ভিতরে বিএলও অধিকার রক্ষা কমিটির ১৩ জন সদস্য অবস্থানে রয়েছেন।

তাঁদের কথায়, "আমাদের সহকর্মীরা যে মানসিক চাপের মধ্যে পড়েছে, প্রতিনিয়ত নিপীড়িত হচ্ছেন, তাঁদের কথা ভেবে এই অধিকার রক্ষা কমিটি তৈরি করা হয়েছে।"

গতকাল বিএলও-দের মিছিল সিইও দফতরে পৌঁছালে প্রায় দু'ঘণ্টা অপেক্ষার পর হঠাৎই সিইও দফতরের এক কর্মী বলেন, আপনাদের সঙ্গে সিইও-র দেখা হবে না এরপরই শিক্ষকদের বের করে দিতে বলেন তিনি। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। তাঁরা প্রশ্ন তোলেন, "এভাবে কথা বলছেন কেন?

প্রতিবাদে সিইও দফতরের মেঝেতে বসে বিক্ষোভ শুরু করেন বিএলওরা। পরে পুলিশ দিয়ে সেখান থেকে তাঁদের টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়। অনেক রাত পর্যন্ত দফতরের ভিতরেই আটকে থাকেন রাজ্যের সিইও। সাড়ে ১১টা নাগাদ তাঁকে বাইরে বের করে আনা সম্ভব হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন