ধীরে ধীরে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে, এই শীতের ধাক্কা আরও কয়েকদিন চলবে। আপাতত রাজ্যের আবহাওয়ায় সেরকম বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অথবা তার একটু কম। আবহাওয়া দফতর জানিয়েছে, এ বছরও শীত স্বাভাবিক ভাবেই পড়বে।
দক্ষিণবঙ্গের প্রায় সবকটা জেলাতেই ভোরবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। আজ ভোরবেলা কলকাতায় তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী সাত দিনে কলকাতার রাত থেকে ভোরের তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।
বীরভূমে আবার শীত আরও জোরালো। সেখানে পারদ নেমে ১১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা আগামী কয়েকদিন একইরকম থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। যে কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে ঠান্ডা বেড়ে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। কোচবিহারেও পারদ ৯ ডিগ্রিতে নেমেছে। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আগামী কয়েকদিন এই তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
একটি মন্তব্য পোস্ট করুন