Top News

ক্রীড়া না ‘ক্রিয়া’? অরূপের ইস্তফাপত্রে বানান ভুল ঘিরে নেটপাড়ায় তীব্র কটাক্ষ

ছবি :সংগৃহীত

যুবভারতী কাণ্ডের পর ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তদন্ত বা রাজনৈতিক সিদ্ধান্তের থেকেও বেশি আলোচনায় উঠে এসেছে অরূপের ইস্তফাপত্রের বানান ও ভাষাগত ভুল।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ ইস্তফাপত্র প্রকাশ্যে আনার পরই নেটদুনিয়ায় শুরু হয় তীব্র সমালোচনা। চিঠিতে ‘ক্রীড়া মন্ত্রী’ না লিখে ‘ক্রিয়া মন্ত্রী’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই বানান বিভ্রান্তি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রূপের বন্যা বইতে শুরু করে।

নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, রাজ্যের একজন মন্ত্রীর ইস্তফাপত্রে এমন প্রাথমিক বানান ভুল কীভাবে সম্ভব। অনেকেই কটাক্ষ করে লিখেছেন, “এটা কি কোনও স্কুলের ছুটির আবেদনপত্র?” আবার কেউ লিখেছেন, “ক্রীড়াঙ্গনকে ‘ক্রিয়াঙ্গন’ বানানোর নতুন পরীক্ষা শুরু হল।” এমনকি লেটারহেডের অভাব নিয়েও প্রশ্ন উঠেছে—একজন মন্ত্রীর চিঠি সরকারি লেটারপ্যাড ছাড়া লেখা হল কেন, তা নিয়েও বিতর্ক দানা বেঁধেছে।


কিছু মন্তব্যে বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে বাংলা ভাষার মর্যাদা নিয়েও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কেউ কেউ সরাসরি দাবি করেছেন, বানান ও ভাষা সম্পর্কে এতটা অমনোযোগী হলে জনজীবনের দায়িত্বে থাকা নিয়েই প্রশ্ন ওঠে।

প্রসঙ্গত, অরূপ বিশ্বাস ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের পাশাপাশি বিদ্যুৎ দফতরের মন্ত্রী। তিনি শুধুমাত্র ক্রীড়া দফতর থেকেই অব্যাহতি চেয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যুবভারতী-কাণ্ডে নিরপেক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের দায়িত্ব তিনি নিজেই সামলাবেন।

তবে প্রশাসনিক সিদ্ধান্তের থেকেও এই মুহূর্তে রাজনৈতিক মহলে ও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে—একজন মন্ত্রীর ইস্তফাপত্রে এত স্পষ্ট বানান ভুল কী বার্তা দিচ্ছে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র।


Post a Comment

নবীনতর পূর্বতন