সিগারেট ও তামাকজাত পণ্যের উপর নতুন করে আবগারি শুল্ক (Excise Duty) আরোপের পক্ষে জোরদার সওয়াল করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভায় কেন্দ্রীয় আবগারি (সংশোধনী) বিল ২০২৫-এর আলোচনার সময় তিনি সরকারের এই সিদ্ধান্তের কথা স্পষ্ট করে দেন। অর্থমন্ত্রীর সাফ বক্তব্য, কোনোভাবেই সিগারেট সস্তা হতে দেওয়া যাবে না।
অর্থমন্ত্রী ব্যাখ্যা দিয়ে বলেন যে, বর্তমানে তামাকজাত পণ্যের ওপর যে জিএসটি কমপেনসেশন সেস (GST Compensation Cess) নেওয়া হয়, তা আগামী বছর শেষ হয়ে যাচ্ছে। জিএসটি-র সর্বোচ্চ করের হার ৪০ শতাংশ। কমপেনসেশন সেস উঠে গেলে সিগারেটের ওপর থেকে করের বোঝা অনেক কমে যাবে এবং ফলস্বরূপ দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই প্রসঙ্গে নির্মলা সীতারামন বলেন, "আমরা অবশ্যই চাই না যে সিগারেট সস্তা হয়ে যাক।"
অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন যে, এই অতিরিক্ত করের বোঝা চাপানোর মূল কারণ হলো জনস্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ । তিনি বলেন, জিএসটি আসার আগেও দেশে তামাকের ওপর ট্যাক্স ছিল এবং প্রতি বছর তা বাড়ানো হতো, যাতে ধূমপায়ীর সংখ্যা হ্রাস পায়। তিনি স্পষ্ট করে দেন, "এটা স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের বিষয়, তাই এর কর, দামও আলাদা হওয়া উচিত যাতে মানুষের অভ্যাস না হয়ে যায়। কমপেনসেশন সেস শেষ হয়ে যাওয়ার পর আমরা জিএসটি-র আগে থাকা আবগারি শুল্কই ফিরিয়ে আনছি।"
কেন্দ্রের আনা এই নতুন বিলটিতে তামাক ও তামাকজাত পণ্যের পাশাপাশি সিন গুডস অর্থাৎ সিগারেট, পান মশলা ও নিকোটিন মেশানো অন্যান্য পণ্যের ওপর আরও চড়া হারে কর বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হলো তামাক সেবনের প্রবণতা রোধ করা এবং একইসাথে সিগারেটের দাম যেন কোনোভাবেই না কমে, তা নিশ্চিত করা।
একটি মন্তব্য পোস্ট করুন