Top News

বাবরি মসজিদ বিতর্কে সাসপেন্ড হুমায়ূন "কালই ইস্তফা দেবো" হুঙ্কার তার

বহরমপুর: মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে গিয়েছিলেন। মঞ্চে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আর ঠিক সেই সময়েই সাংবাদিকদের মুখ থেকে নিজের সাসপেনশনের খবর শোনেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে ঘোষণা করেন মুর্শিদাবাদের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম। সাসপেনশনের খবর শোনার পরই ক্ষুব্ধ হুমায়ুন কবীর দল থেকে ইস্তফা দেওয়ার বিস্ফোরক ঘোষণা করেন। কলকাতায় বসে ফিরহাদ হাকিম ও নিয়ামত শেখ যখন হুমায়ুন কবীরের সাসপেনশনের নির্দেশ ঘোষণা করছিলেন, তখন হুমায়ুন বহরমপুরে নেত্রীর কর্মসূচিতে যোগ দিতে মাঠে উপস্থিত ছিলেন। সাসপেনশনের খবর জানার পরই তিনি দৃশ্যত বিরক্ত হন। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, সাসপেন্ড হওয়ার পরও তিনি নেত্রীর সভায় থাকবেন কি না। জবাবে হুমায়ুন সরাসরি বলেন, "কালই রিজাইন দেব, দলের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখব না।"
হুমায়ুন কবীরের সাসপেনশনের অন্যতম কারণ তাঁর বাবরি মসজিদ সংক্রান্ত মন্তব্য বলে জানা গেছে। এই বিষয়ে ফিরহাদ হাকিম বুধবারই স্পষ্ট করেছিলেন যে, দল এ ধরনের মন্তব্যকে সমর্থন করে না। তবে সাসপেনশন নিয়ে ফিরহাদ হাকিমের বক্তব্যের প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, "ববিদার (ফিরহাদ হাকিম) কোনো কথার আমি জবাব দেব না।" তিনি আরও বলেন যে, জেলা সভাপতি অপূর্ব সরকার তাঁকে সভায় আমন্ত্রণ জানিয়েছিলেন, তাঁর সঙ্গে কথা বলেই তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন।তবে এরপরই চূড়ান্ত ঘোষণা করে হুমায়ুন কবীর বলেন, "কালকেই রিজাইন দিয়ে দেব। আর ২২ তারিখ মুর্শিদাবাদের নিজের দলে ওপেনিং করব। ১৩৫ সিটে লড়ব।" এর আগে ২০১৫ সালেও তাঁকে একবার ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। এই ঘোষণার পর তৃণমূলের অন্দরে মুর্শিদাবাদে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন