পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযান, 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (SIR) প্রক্রিয়ার মধ্যে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যের ২২টি জেলার ২,২০৮টি বুথে একজনও মৃত ভোটার পাওয়া যায়নি। অর্থাৎ, এই বুথগুলিতে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য কোনো আবেদন বা তথ্য জমা পড়েনি। এই পরিসংখ্যান সামনে আসতেই তালিকায় স্বচ্ছতা এবং বিএলও (BLO)-দের কাজ নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিস্ফোরক তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। এই জেলার একাই ৭৬০টি বুথে কোনো মৃত ভোটারের নাম চিহ্নিত হয়নি। অর্থাৎ, কমিশনের নজরে প্রশ্ন উঠছে— বছরের পর বছর ধরে এই ৭৬০টি বুথের কোনো ভোটারই কি মারা যাননি? নাকি, যাঁরা মারা গেছেন, তাঁদের নাম কাটানোর প্রক্রিয়াটিই করা হয়নি?
দক্ষিণ ২৪ পরগনার পর তালিকায় রয়েছে পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদহ এবং নদিয়ার মতো জেলাগুলি। এই জেলাগুলিতেও বিপুল সংখ্যক বুথে মৃত ভোটারের নাম 'শূন্য' পাওয়া গেছে। শুধু মৃত ভোটারই নয়, এই বুথগুলিতে 'ফর্ম নেননি বা ফেরত এসেছেন' এমন ব্যক্তি বা 'ঠিকানা বদল করেছেন' এমন ভোটারের সংখ্যাও নেই বলে জানানো হয়েছে।এমন অস্বাভাবিক তথ্য সামনে আসতেই নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে শুরু করেছে। কমিশনের পক্ষ থেকে এই ২২টি জেলার জেলা শাসকদের (District Magistrate) কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং ব্যাখ্যা চাওয়া হয়েছে। কেন এমনটা ঘটল, তা দ্রুত জানতে চাইবে কমিশন।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। বিজেপি নেতা সজল ঘোষ এই ঘটনাকে কটাক্ষ করে বলেছেন যে, "ওই জেলায় অমরত্ব মেলে।" তিনি দ্রুত ছাঁকনি দিয়ে যাচাই এবং নতুন করে SIR করার দাবি তুলেছেন। অন্যদিকে, তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ পুরো SIR প্রক্রিয়াটিকেই 'অস্বাভাবিক' বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, কমিশন এত দ্রুততার সঙ্গে কাজ করতে বলাতেই এই ধরনের ভুল বা অস্বাভাবিক তথ্য উঠে আসছে।
একটি মন্তব্য পোস্ট করুন