Top News

Rg Kar: বিচারের দাবিতে ফের রাজপথ উত্তাল, 'ছ' জনের ডিএনএ-তবু ধরা পড়ল একজনই!'

আরজি কর মেডিক্যাল কলেজে (Rg Kare) তরুণী ডাক্তারি ছাত্রীর ধর্ষণ-খুনের ঘটনার এক বছর পেরিয়ে গিয়েছে। রায় হয়েছে, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ফাঁসির সাজা পেয়েছে। কিন্তু তাতেও ক্ষোভ কমেনি। বরং সিবিআইয়ের তদন্ত ঘিরে প্রশ্ন আরও জোরালো। 

সোমবার নির্যাতিতার বাবা-মা প্রকাশ্যেই তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সেই ক্ষোভ ছড়িয়ে পড়ল রাজপথে।

পুলিশের অনুমতি নিয়েই আজ আরজি করের বিচারের দাবিতে পথে নামল আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের বক্তব্য, তদন্ত শেষ বলে দাবি করা হলেও প্রকৃত সত্য আজও অন্ধকারেই। সিবিআইয়ের নিজস্ব রিপোর্টেই বলা হয়েছে ঘটনাস্থলে ছ'জন পুরুষের ডিএনএ মিলেছে। তা হলে সঞ্জয় রায়ের বাইরে বাকি পাঁচজন কোথায়? সেই প্রশ্নই আজ রাজপথে তুলে ধরছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, যেভাবে তথ্য আড়াল করা হয়েছে, তা নক্কারজনক। এভাবে সত্য চাপা দিলে আইনের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ভেঙে পড়বে।

এদিনের বিক্ষোভ ঘিরে কলেজ স্ট্রিট সংলগ্ন মধ্য কলকাতা কার্যত স্তব্ধ হয়ে যায়। রাস্তা অবরোধ, স্লোগান, পোস্টারে একটাই দাবি, 'পূর্ণাঙ্গ বিচার চাই'। আন্দোলনকারীদের মধ্যে ছিলেন সাধারণ মানুষ, চিকিৎসক মহল ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

সোমবার নির্যাতিতার বাবা অভিযোগ করেছিলেন, 'সিবিআইয়ের টিকি কোথাও বাঁধা। তাই আসল সত্য সামনে আনছে না।' সেই কথাই আজ বিক্ষোভের মঞ্চ থেকে বারবার উঠে এসেছে।

নির্যাতিতার মায়ের যন্ত্রণার কথাও আন্দোলনকারীদের কণ্ঠে প্রতিফলিত। তাঁর প্রশ্ন, 'সিবিআই নিজেই বলেছে 'লার্জার কনস্পিরেসি'। তা হলে সত্যটা প্রকাশ করছে না কেন?'

তাঁর অভিযোগ, ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখানো হয়নি, সেমিনার হলের দেওয়াল ভেঙে ফেলা হয়েছে প্রমাণ লোপাটের জন্য। যাঁরা সেদিন ডিউটিতে ছিলেন, তাঁদের সকলের জেরা না হলে বিচার অসম্পূর্ণই থেকে যাবে—এই দাবি আজ ফের উঠে আসে রাজপথে।

নির্যাতিতার বাবার বক্তব্য, সিবিআই হোক বা রাজ্য—কেউই জবাব দেবে না। একমাত্র ভরসা আদালত। হাইকোর্টে দীর্ঘদিন ধরে মামলা চললেও এখনও চূড়ান্ত শুনানি হয়নি বলেও তিনি অভিযোগ করেছেন। আন্দোলনকারীদের মতে, আদালতেই শেষ পর্যন্ত সিবিআইকে জবাব দিতে হবে।

পরিবারের একটাই দাবি—সঞ্জয় রায়ের সঙ্গে যারা যুক্ত, সবাইকে গ্রেফতার করতে হবে। 'ওদের সামনে আনতেই হবে'—এই দাবিকে সামনে রেখেই আজকের বিক্ষোভ।

এক বছর পরেও তাই প্রশ্ন একই জায়গায় দাঁড়িয়ে। সঞ্জয় রায়ের বাইরে আর কারা জড়িত? সেই উত্তর না পাওয়া পর্যন্ত আরজি করের বিচার যে অসম্পূর্ণই থাকবে, আজকের রাজপথের বিক্ষোভ তা আরও এক বার স্পষ্ট করে দিল।

Post a Comment

নবীনতর পূর্বতন