রাজ্যে ভোটার তালিকা পরিশোধনের কাজে বড় অগ্রগতি। নির্বাচন কমিশন জানাচ্ছে, মোট এনুমারেশন ফর্মের প্রায় ৯০ শতাংশের ডিজিটাইজেশন ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গিয়েছে। সোমবার সকাল ১০টা পর্যন্ত কমিশনের নথিতে ৪২ লক্ষ ১০ হাজার ৩৪৬টি ফর্ম 'আন-কালেক্টেড' হিসেবে চিহ্নিত রয়েছে।
কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, 'আন-কালেক্টেড' ফর্ম বলতে সেই সমস্ত ক্ষেত্রকেই বোঝানো হচ্ছে যেখানে ভোটার মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত, স্থায়ীভাবে অন্যত্র সরে গিয়েছেন, আগেই নাম নথিভুক্ত ছিল বা অন্যান্য অনুরূপ পরিস্থিতির কারণে ফর্ম সংগ্রহ করা সম্ভব হয়নি। কমিশনের সর্বশেষ পরিসংখ্যান জানাচ্ছে, সোমবার সকাল ১০টা পর্যন্ত রাজ্যে মোট ২১,০৫,৩৬৯ জন মৃত ভোটার চিহ্নিত হয়েছেন। জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত ভোটার চিহ্নিত হয়েছে উত্তর ২৪ পরগনায় সংখ্যা ২,৭৫,৩৩৭।জেলাভিত্তিক মৃত ভোটারের তালিকা•কোচবিহার - ৫৩,৪০৮•জলপাইগুড়ি - ৫৪,১৬৮•দার্জিলিং - ৪৫,৪১০•উত্তর দিনাজপুর - ৭৫,৩০০•দক্ষিণ দিনাজপুর - ৩৯,৬৬৬•মালদহ - ৮১,৫৬৬•মুর্শিদাবাদ - ১,১৪,১২২•নদিয়া - ১,৩০,০০৫•উত্তর ২৪ পরগনা - ২,৭৫,৩৩৭•দক্ষিণ ২৪ পরগনা - ১,৩৯,০০৯•দক্ষিণ কলকাতা - ৬৫,৯৪৯•উত্তর কলকাতা - ১,০১,৪৫৭•হাওড়া - ১,১৪,৩০৫•হুগলি - ৭৮,২৪৩•পূর্ব মেদিনীপুর - ১,০২,৩৯৮•পশ্চিম মেদিনীপুর - ৫৬,৫১২•পুরুলিয়া - ৩৫,১৯৮•বাঁকুড়া - ৫৬,৩৯১•পূর্ব বর্ধমান - ৯৬,২৩৬•বীরভূম - ৪০,৯১৩•আলিপুরদুয়ার - ৫৯,৩৩০•কালিম্পং - ১৮,৬৫২•ঝাড়গ্রাম - ১৯,৫৭৪•পশ্চিম বর্ধমান - ১,৫৭,১৪৩
একটি মন্তব্য পোস্ট করুন