Top News

" মরতে চাইলে বাঁচতে হবে"- " হেমলক" থেকে "কিলবিল" এ যাত্রার শরীক ২২ বর্ষিয়া অ্যাঞ্জেলিনা জোলির জীবনকথা



সৃজিতের কিলবিল সোসাইটি র পোস্টার: সংগৃহীত 


দর্শকের সামনে আবারও ফিরছে আনন্দ কর ওরফে পরমব্রত চট্টোপাধ্যায়। তবে এবারের স্লোগানে শুনতে পাওয়া যাচ্ছে " মরবে মরো ছড়িয়ো না " থেকে বার্তার পুনর্বাসন হয়েছে ," মরতে চাইলে বাঁচতে হবে" - যা দর্শকমহলে ইতিমধ্যেই ছড়িয়ে দিয়েছে উত্তেজনার চাপা রেশ । ১৩ বছর পর ১১ ই এপ্রিল প্রকাশ পাবে সৃজিতের " হেমলক সোসাইটি" র সেকুয়েল " কিলবিল সোসাইটি"। আনন্দ  তার সংস্থার সদস্যদের আত্মহত্যা চিন্তা থেকে স্বচ্ছল - সাবলীল পথে ফিরিয়ে আনে, কিন্তু এই ছবির প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় কর তার গুলিতে কেড়ে নেয় আত্মহত্যাপ্রবণদের জীবনভোমরা ! ছবিতে তাঁর লুক আরও ক্ষুরধার , শীতলতার ছোঁয়া । ন্যাড়া মাথায়, চোখে চশমায় অভিনেতার নজরকাড়া লুকে উত্তেজনা ছড়িয়েছে টলিউড থেকে খোদ দর্শকমহলে তা বলাইবাহুল্য । উল্লেখ্য কোনো প্রস্থেটিক্স নয় , চরিত্রের প্রয়োজনে ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পরমব্রত। 
ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায় : সংগৃহীত 

ছবিতে অন্যতম গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায় , সৃজিতের ছবিতে তাঁর প্রথম হাতেখড়ি । ছবিতে তিনি পূর্ণা চরিত্রে অভিনয় করেছেন, যে লাগামহীন স্বাধীনচেতা এবং সাহসী । তবে জীবনের কোন প্রান্তে দাঁড়িয়ে অসহায়তা স্পর্শ করে তার ভাগ্যকে ? প্রশ্ন একটাই, আদৌ কি ফিরবে পূর্ণা ? 
এছাড়াও ছবির অন্যান্য চরিত্রে  অভিনেতা বিশ্বনাথ বসু , সন্দীপ্ত সেন এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের উপস্থিতি যথেষ্ট আকর্ষণের দাবি রাখে ।

শুটিং মুহূর্ত - বিশ্বনাথ বসু : সংগৃহীত 

তবে " হেমলক সোসাইটি" র সেকুয়েল " কিলবিল সোসাইটি" র বিষয়বস্তুর মূল রয়েছে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে - হলিউডে , ২০০৩ সালে প্রকাশিত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছিল সেই কাহিনী। তখন তাঁর বয়স ২২, আত্মহত্যা হয়ে উঠেছিল জীবন থেকে অব্যাহতির শেষ পথ, তখনই ভিড় করে আরও একটি চিন্তা । আত্মহত্যার সংবাদ মানসিকভাবে হৃদয় বিদারক হয়ে উঠবে তার মায়ের কাছে , তবে গুলিবিদ্ধ হয়ে খুন হলে সাধারণ মানুষের কোনো সন্দেহ থাকবে না , পরিবার মহলেও থাকবে না বিশেষ শোক - অনুতাপ । 
যেমন ভাবনা , তেমন কর্ম ! ভাড়া করলেন এক বন্দুকবাজ , পারিশ্রমিক দেওয়ার জন্য একটু একটু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে শুরু করেন । 
এতকিছুর পরও মৃত্যু ভাগ্যে জোটেনি ।জীবন হয়তো আবারও একটা সুযোগ চেয়েছিল ঘুরে দাঁড়ানোর , তাই ভাড়া করা বন্দুকবাজ পরামর্শ দিলেন আরও একবার বিবেচনা করার । অ্যাঞ্জেলিনা নিজেই সাক্ষাৎকারে জানান," সেই ব্যক্তি বেশ ভদ্র ছিলেন। আমাকে আরও একবার ভেবে দেখে দু' মাস পরে ফোন করতে বলেছিলেন । " সেইবারের মত মৃত্যু চিন্তা থেকে রণে ভঙ্গ দেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা । 
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায়: সংগৃহীত 

এই পয়লা বৈশাখে মুক্তি অপেক্ষারত বহুল চর্চিত "হেমলক সোসাইটি" র সেকুয়েল ছবি " কিলবিল সোসাইটি" তে সৃজিতের হলি অনুপ্রেরণা ও বাস্তবতার চিত্রনাট্য কতটা প্রতিফলিত হয়  তা দেখতে অবশ্যই যেতে হবে নিকটবর্তী প্রেক্ষাগৃহে।



Post a Comment

নবীনতর পূর্বতন