Top News

বাংলাদেশ : নদীর পাড়ে ঘোরানোর অছিলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল ৩৫ বছরের আজিজুর রহমান

 

ফের ধর্ষণের ঘটনা ঘটেছে বাংলাদেশে । নরসিংদীর মনোহরদীতে নদীর পাড়ে ঘোরানোর অছিলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীর উপর পাশবিক নির্যাতন চালালো   আজিজুর রহমান আজিকে (৩৫) এক যুবক । মেয়েটিকে নদীর পাড়ের কলাবাগানে নিয়ে গিয়ে সে এই কুকর্ম করে । আজ শনিবার নরসিংদী সদর হাসপাতালে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করিয়েছে পুলিশ । গতকাল শুক্রবার সকালে কিশোরীর মা মনোহরদী থানায় মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর গুলমাহমুদ গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে আজিজুর রহমান আজির বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা রজু করেন । 

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে মেয়েটির বাবা–মা বাড়িতে ছিল না। এসময় আজিজুর রহমান আজি বাড়িতে গিয়ে মেয়েটিকে নদীর পাড় থেকে ঘুরিতে নিয়ে যাওয়ার কথা বলে  বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আড়িয়াল খাঁ নদীর তীরে নির্জন কলাবাগানের ভিতরে নিয়ে নিয়ে গিয়ে মেয়েটির মুখে কাপড় গুঁজে দিয়ে ধর্ষণ করে আজিজুর। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে মেয়েটির রিকশাচালক বাবা বাড়িতে ফিরে এ ঘটনা জানতে পারেন। পরে মনোহরদী থানায় খবর দেওয়া হলে পুলিশ নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে। আজ অভিযোগ দায়ের হয় । 

মনোহরদী থানার ওসি মহম্মদ আব্দুল জাব্বার বলেন, ‘মামলার আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান। দ্রুততম সময়ের মধ্যেই আসামিকে গ্রেপ্তার করা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন