Top News

৫৯ বছরেও ভরপুর একশন ! ২ বছর পর সিকান্দারের হাত ধরে ভাইজানের প্রত্যাবর্তন ভাঙবে কি পূর্ব রেকর্ড ?

প্রকাশ সলমন খানের " সিকান্দার " ছবির  লুক 

ট্রেন্ডটা শুরু হয়েছিল ১৬ বছর আগে । তারপর সেই ট্রেন্ড বক্সঅফিসে ও প্রচলিত হয়ে গিয়েছিল - ঈদ মোবারক মানেই বজরঙ্গী ভাইজানের "গ্র্যান্ড এন্ট্রি "।
এককথার মানুষ সলমান , ২০০৯ সাল থেকে বলিউড ভান্ডারের চাবিকাঠির দখল টানেন নিজের মুঠোয় । " ওয়ান্টেড " থেকে " কিসি কে ভাই কিসিকা জান " , দীর্ঘ সময় ধরে ঈদে বক্স অফিসে ছড়ি ঘুরিয়েছেন সলমান । আগামী ৩০ শে মার্চ মুক্তি পাচ্ছে সুদীর্ঘ ২ বছরের অপেক্ষার ফসল " সিকান্দার " , আরও একবার ভাইজান অনুরাগীদের সাজিয়ে উপস্থাপন করেছেন ঈদের ডালি ।

সিকান্দারের একশন এক ঝলকে : সংগৃহীত 

যদিও ১৬ বছরের মধ্যে সলমনের মত ১১ টি ছবি মুক্তি পেয়েছে ঈদ উপলক্ষে। তবে বিগত ২০২০-২০২২ এবং ২০২৪ এ কার্যত শূন্য হাতেই ফেরে বক্সঅফিস , হতাশ হন অনুরাহীগণ তাই চলতি মাসেই রস্মিকা মন্দানা এবং সলমন খানের হাত ধরে আসছে " সিকান্দার " । 
একফ্রেমে সলমন- রশ্মিকা প্রথমবার : সংগৃহীত 

নেটিজেনদের মতে, আশাহত করেনি ছবির ট্রেলার। শক্তিশালী একগুচ্ছ সংলাপ , টানটান উত্তেজনা আর মন মাতানো একশনে ভরপুর মচমচে উপাদেয় ট্রেলারে দেখা যাচ্ছে সলমন- রশ্মিকার সঘন রসায়ন , প্রথমবার তাদের বলিউডে " স্ক্রীন সাড়ে  করে নিতে দেখা যাবে বলে অনুরাগীদের উত্তেজনার পারদ চড়ছে বেশ দ্রুত । 
মজার বিষয় হল, এবার 'ভাইজান' বলিউডের কোনও ভিলেনের সামনে নয়, বাহুবলীর কাটাপ্পার মুখোমুখি ৷ যিনি সারা বিশ্বে নিজের ছাপ রেখেছেন ৷ পুরো ছবি দেখার সময় ভিন্ন এবং বিস্ময়কর অভিজ্ঞতা হবে । ট্রেলারে, সলমনকে জনগণের রাজা হিসাবে দেখানো হয়েছে ৷ যিনি তাদের বিরুদ্ধে করা দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন । সামগ্রিকভাবে, এবার 'ভাইজান' আসছেন জনগণের মসীহা হিসেবে ৷ যিনি জনগণের হয়ে সিস্টেমের বিরুদ্ধে লড়বে ।
নায়ক আর খলনায়ক একসাথে : সংগৃহীত 
সিকান্দার' ছবিটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস এবং এই ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা । সলমন খান, রশ্মিকা মান্দানা ছাড়াও কাজল আগরওয়াল, সত্যরাজ, শরমন জোশীর মতো শিল্পীরা এই ছবিতে কাজ করেছেন । খবর অনুযায়ী, সেন্সর বোর্ড ভাইজানের সিকান্দারকে U/A 13+ সার্টিফিকেট দিয়েছে । এর অর্থ হল 13 বছরের কমবয়সি শিশুরা প্রেক্ষাগৃহে 'সিকান্দার' ছবিটি দেখতে পারবে না । এটির রানটাইম 2 ঘণ্টা 30 মিনিট 8 সেকেন্ড ।
সম্প্রতি ছবির সাক্ষাৎকারে : সংগৃহীত 

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকার পরিচালক বলেন, ‘সলমন স্যার সম্পূর্ণ আলাদা। সিকান্দারের সেট ছিল বিশাল। প্রত্যেকদিন সেটে উপস্থিত থাকতেন ১০ থেকে ২০ হাজার লোক। এত ভিড় পরিচালনা করার জন্য উচ্চ নিরাপত্তার প্রয়োজন ছিল, সবকিছুই ম্যানেজ করা হচ্ছিল কিন্তু হুমকি পাওয়ার পর সবাই তটস্থ হয়ে থাকত সবসময়।’তিনি আরো যোগ  করেন , ‘গজনির মতোই এই সিনেমাতেও কিছু চমকপ্রদ সিন রয়েছে। এর মধ্যেও পারিবারিক সম্পর্কের কাহিনী দেখানো হয়েছে। ‘গজনি’ যেমন প্রেমিক প্রেমিকার গল্প ছিল, ‘সিকান্দার’ হতে চলেছে স্বামী স্ত্রীর গল্প। এখনকার দম্পতিরা একে অপরের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করেন, এখনকার সম্পর্কে মানুষ কোন কোন জিনিস মিস করে, সেটাই তুলে ধরা হয়েছে সিনেমার মাধ্যমে।’
সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে ‘গজনি’ পরিচালক বলেন, ‘গজনির মতোই এই সিনেমাতেও কিছু চমকপ্রদ সিন রয়েছে। এর মধ্যেও পারিবারিক সম্পর্কের কাহিনী দেখানো হয়েছে। ‘গজনি’ যেমন প্রেমিক প্রেমিকার গল্প ছিল, ‘সিকান্দার’ হতে চলেছে স্বামী স্ত্রীর গল্প। এখনকার দম্পতিরা একে অপরের সঙ্গে ঠিক কেমন ব্যবহার করেন, এখনকার সম্পর্কে মানুষ কোন কোন জিনিস মিস করে, সেটাই তুলে ধরা হয়েছে সিনেমার মাধ্যমে।’
তাই ঈদের ছুটি আরও জমজমাট করতে সত্তর ছুটে যেতে হবে নিকটবর্তী কোনো প্রেক্ষাগৃহে , বাকি অপেক্ষা , জল্পনা সমালোচনা ছবি দেখার পর ! 

উল্লেখ্য তথ্য : সৌজন্যে মুম্বাই বক্স অফিস 
সলমনের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ও বক্সঅফিস কালেকশন

সিনেমা/বছর ভারতে গ্রস আয় গ্লোবালি গ্রস আয় পরিচালক
ওয়ান্টেড (2009) 81.87 কোটি টাকা 87.44 কোটি টাকা প্রভু দেবা
দাবাং (2010) 207.80 কোটি টাকা 215.00 কোটি টাকা অভিনব কাশ্যপ
বডিগার্ড (2011) 189.00 কোটি টাকা 230.00 কোটি টাকা সিদ্দিকী
এক থা টাইগার (2012) 263.00 কোটি টাকা 320.00 কোটি টাকা কবীর খান
কিক (2014) 310.00 কোটি টাকা 378.00 কোটি টাকা সাজিদ নাদিয়াদওয়ালা
বজরঙ্গী ভাইজান (2015) *432.46 কোটি টাকা 922.17 কোটি টাকা কবীর খান
সুলতান (2016) *421.25 কোটি টাকা 607.84 কোটি টাকা আলি আব্বাস জাফর
টিউবলাইট (2017) 165.64 কোটি টাকা 211.25 কোটি টাকা কবীর খান
রেস 3 (2018) 217.00 কোটি টাকা 300.00 কোটি টাকা রেমো ডি'সুজা
ভারত (2019) 251.00 কোটি টাকা 321.00 কোটি টাকা আলি আব্বাস জাফর
কিসি কা ভাই কিসি কা জান (2023) -21 দিনের হিসাব 130.10 কোটি টাকা 182.70 কোটি টাকা ফারহাদ সামজি

(বক্সঅফিস কালেকশন সংগ্রহ সূত্র- স্যাকনিল্ক)

Post a Comment

নবীনতর পূর্বতন