Top News

মোহনলালের চরিত্রে তবে ভরসা" কিং খান" ? " লুসিফার" এর হিন্দি রিমেকের মুখ্য চরিত্রে শাহরুখকেই চান পৃথ্বীরাজ !



মোহনলাল এবং পৃথ্বীরাজ সুকুমারণ তাঁর আশু মুক্তি অপেক্ষারত মালায়ালম ব্লকবাস্টার " লুসিফার " এ সেকুয়াল এল ২ - এমপুরান এর সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে মলিউড ইন্ডাস্ট্রির তন্ত্রে ( মালায়ালম ) । সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বহুপ্রত্যাশিত অফিসিয়াল টিজার যা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রিসহ অনুরাগীদের মধ্যেও।
তবে এবারের প্রসঙ্গ একটু ভিন্ন, পরিচালক পৃথ্বীরাজ এর সদ্য প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন , " লুসিফার এর হিন্দি রিমেকের মুখ্য ভূমিকায় শাহরুখ খানকেই দেখতে চান । যদিও তাঁর প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন , কিন্তু মোহনলাল অভিনীত আব্রাহাম খুরেশির চরিত্রে শাহরুখ ছাড়া আর কাউকে ভাবতে পারেন না " ।
এল ২: এমপুরাণ , হলিউড মাতানো ছবি লুসিফার (২০১৯) এর এক সাফল্যমন্ডিত এবং বহুলপ্রচারিত মালায়ালম চলচ্চিত্র । তবে লুসিফার এর থেকে তার ভারতীয় সেকুয়েল যে দক্ষিণী চলচ্চিত্র অনুরাগীদের মধ্যে রীতিমতো সাড়া জাগিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ছবির অন্যান্য পরিবেশনযোগ্য দিকগুলি বিচার বিশ্লেষণের ক্ষেত্রে , পৃথ্বীরাজ তুলে ধরেছেন চরিত্রের ভাবগতিক এবং সর্বোপরি কোন অভিনেতার লুকে সবচেয়ে মানানসই হতে পারে " লুসিফার " । সেই সূত্রেই উঠে আসে , প্রধান চরিত্র হিসেবে শাহরুখ খানকে হাজির করার মনবাসনা, একমাত্র কিং খানের চরিত্র বা লুকে ফুটে উঠবে মোহনলালের চরিত্রটি। তবে কি কিং খানের হাত ধরেই বলিউডে বক্স অফিস কেঁপে উঠবে আবার ? প্রশ্নের উত্তর জানতে হলে এবার শুধু সময়ের অপেক্ষা।

Post a Comment

নবীনতর পূর্বতন