কলকাতা মেট্রো সম্প্রসারণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক খুব শীঘ্রই আসন্ন।এসপ্ল্যানেড থেকে শিয়ালদা মেট্রো দীর্ঘ অপেক্ষার পর জুড়ে যাচ্ছে। আগামী ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২.৬ কিলোমিটার দীর্ঘ ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত রুটের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। এই উদ্বোধনের মাধ্যমেই হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুটটি কার্যকর হবে। যাতে যাত্রীদের আর যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে না। মেট্রো পরিষেবার মাধ্যমে হাওড়া থেকে এসপ্লানেড কিংবা সেক্টর ফাইভ নিমেষে পৌঁছে যেতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই। হাওড়াবাসীদের জন্য সুখবর আর লঞ্চে করে অথবা গরমের দিনের ভিড় বাসে তাদের ধর্মতলা কিংবা সেক্টর ফাইভ যেতে হবে না। অপরদিকে, খুব শীঘ্রই শেষ হতে চলেছে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) থেকে বেলেঘাটা পর্যন্ত ৪.৫ কিলোমিটার দীর্ঘ অরেঞ্জ লাইন সম্প্রসারণের কাজও। এই অংশের মধ্যে অন্তর্ভুক্ত থাকছে ভিআইপি বাজার থেকে শুরু করে ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত এবং বেলেঘাটা স্টেশন। এই রুটের ট্রায়াল রান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই যাত্রী পরিষেবা ও শুরু হতে পারে।
বলা যায়, এই নতুন মেট্রো সম্প্রসারণগুলি কলকাতার যাতায়াত ব্যবস্থায় আরো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে, যা শহর বাসিদের জন্য যাতায়াতকে আরও সহজ, সুখকর এবং সুবিধাজনক করে তুলবে।
একটি মন্তব্য পোস্ট করুন