নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে পরীক্ষামূলকভাবে অত্যাধুনিক এই এয়ার ট্রাফিক কন্ট্রোল(এটিসি) টাওয়ারের কাজ। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, ৮৬ মিটার উচ্চতার এই স্পাইরাল টর্চ আকৃতির টাওয়ারটি। প্রতিদিন দুপুর ২টো থেকে ৪ টে পর্যন্ত পরিচালিত হচ্ছে নতুন এটিসি টাওয়ারটি। এর মাধ্যমেই আনুমানিক ৪০টির মতো বিমান ওঠানামা করছে। নতুন এটিসি টাওয়ারটি আধুনিক ডিজিটাল প্রযুক্তি এবং উন্নত সরঞ্জামে সজ্জিত। এটি পুরোপুরি চালু হয়ে গেলে কলকাতা বিমানবন্দরের বিমান চলাচল আরো দ্রুত ও নিরাপদ হবে বলেই আশা করা হচ্ছে। বর্তমানে পুরনো এটিসি টাওয়ারের সঙ্গে সমন্বয় রেখে নতুন টাওয়ারটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে।
বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, এই নতুন এটিসি টাওয়ারটি ১৩০ কোটি টাকা ব্যায়ে এই বছরের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথম দিকে সম্পূর্ণরূপে চালু করা হতে পারে। ১৮৭ ফুট উচ্চতার নতুন এটিসি টাওয়ারটি আগের টাওয়ারের থেকে বেশ লম্বা। পুরনো এটিসি-র উচ্চতা ১১২ ফুট। নতুন টাওয়ারের অপারেশনাল কন্ট্রোল এরিয়া হবে ২,৪৭৫ বর্গফুট, যা পুরনো টাওয়ারের থেকেও প্রায় দ্বিগুণ হতে চলেছে।
একটি মন্তব্য পোস্ট করুন