Top News

কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর টিকিটের দাম হঠাৎ আকাশছোঁয়া, রবি শোর ক্ষোভ — "এটাই আমাদের দেশের ছবি"


 শ্রীনগর, ২৩ এপ্রিল ২০২৫ : কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও এলাকায় ২২ এপ্রিল ঘটে যায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলা। বাইসারান উপত্যকায় পর্যটকদের উপর চালানো এই হামলায় নিহত হন অন্তত ২৬ জন, আহত অনেকেই। হামলার পরপরই পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত কাশ্মীর ছাড়ার চেষ্টা করেন। এরই মধ্যে বিমানের টিকিটের দাম বেড়ে দাঁড়ায় অভাবনীয় হারে — শ্রীনগর থেকে কলকাতা রুটে সর্বনিম্ন ভাড়া পৌঁছায় ₹১৯,০০০ এবং সর্বোচ্চ ₹৪৪,০০০-এ! কিছু কিছে ক্ষেত্রে টা ছুঁয়েছে ৬০,০০০ /- পর্যন্ত।

এই পরিস্থিতিতে টলিউড অভিনেতা রবি শো প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, "এই হচ্ছে আমাদের দেশের বর্তমান ছবি। সুযোগ পেলে কেউ এগিয়ে এসে সাহায্য করতে চায় না। সরকারি এবং প্রাইভেট ফার্মসগুলো লুট করছে এখন রীতিমত। অসুস্থ একটা বিশ্বে বসবাস করছি আমরা।" 

এই অবস্থার পরিপ্রেক্ষিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ও DGCA বিমান সংস্থাগুলোকে নির্দেশ দেয় অতিরিক্ত ফ্লাইট চালু করতে এবং টিকিট বাতিল ও তারিখ পরিবর্তনের ফি মওকুফ করতে। এর ফলে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো দিল্লি ও মুম্বাইয়ের উদ্দেশ্যে অতিরিক্ত ফ্লাইট চালু করলেও, কলকাতা রুটে তেমন কোনো আশার খবর নেই।

কিছু সংস্থা ৩০ এপ্রিল পর্যন্ত শ্রীনগরগামী ফ্লাইটের টিকিট বিনা ফিতে রিসিডিউল করার সুবিধা দিলেও অধিকাংশ যাত্রীর অভিযোগ, তা পর্যাপ্ত নয়। সংকটের মুহূর্তে বিমানের এই ভাড়া বৃদ্ধিকে অনেকেই ‘অমানবিক’ বলে অভিহিত করেছেন।


Post a Comment

নবীনতর পূর্বতন