দর্জি দোকানের ফেলে দেওয়া রঙিন কাপড় দিয়ে তৈরি করেছেন সুন্দর এক দুর্গা মূর্তি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কোচবিহার জেলার একজন মাইক্রো আর্টিস্ট সোমা মুখার্জি। যিনি দীর্ঘদিন যাবত স্বামীর কর্মসূত্রেই কোচবিহার এই তার বসবাস। দর্জির দোকানে গেলে আমরা দেখতে পাই যে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে বিভিন্ন রঙের টুকরো টুকরো কাপড় কাপড়। আর সেই কাপড় দিয়েই সোমাদেবী তৈরি করে ফেলেন এক আস্ত দুর্গা মূর্তি। বিশেষ ধরনের এই দুর্গা মূর্তি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন বহু মানুষ। সোমা মুখার্জি বলেন, আর পাঁচটা ঠাকুরের মতো তার ঠাকুর নয়, তার ঠাকুর ফেলে দেওয়া জিনিস থেকেই তৈরি হয়। তিনি ভালোবাসেন নতুন ধরনের জিনিস তৈরী করতে। তিনি কোন বছর ধূপকাঠির ছাই দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করেছেন তো কোন বছর এই দর্জির দোকানের ফেলে দেওয়া টুকরো কাপড় থেকেই তৈরি করেছেন দুর্গা মূর্তি। জরি সুতো, বিভিন্ন ধরনের সুতো, আঠা, রং ইত্যাদি আরো কিছু সাহায্যেই তিনি তৈরি করেছেন এই দুর্গা মূর্তি। তিন থেকে চার মাসেরও বেশি সময় ধরে তৈরি করতে হয় এই দুর্গা মূর্তি। সংসারের সকল কাজ সামলে তিনি এ কাজ করতে ভালোবাসেন। ভালোবাসার জায়গা থেকেই দীর্ঘ সময় লাগুক তবুও তিনি এ কাজ করে যান।
দোকানের ফেলে দেওয়া কাপড় থেকেই দুর্গা মূর্তি, তাক লাগালেন কোচবিহারের গৃহবধূ
Amrita Saha
0
একটি মন্তব্য পোস্ট করুন