সম্প্রতি
ইসরায়েল কর্তৃক
ফিলিস্তিনের অবরুদ্ধ
গাজা ভূখণ্ডে
চলমান হামলা
ও গণহত্যার
মধ্যেই একটি
ভিডিও প্রচার
করে দাবি
করা হচ্ছে,
বাংলাদেশ সেনাবাহিনী
ফিলিস্তিনের হয়ে
যুদ্ধ করার
জন্য ফিলিস্তিনের
দিকে রওনা
হয়েছে।
ফ্যাক্টচেক
:
রিউমর
স্ক্যানার টিমের
অনুসন্ধানে জানা
যায়, বাংলাদেশ
থেকে ৫০
হাজার সেনাবাহিনীকে
ফিলিস্তিনের হয়ে
যুদ্ধ করার
জন্য পাঠানো
হয়েছে শীর্ষক
দাবিটি সঠিক
নয় বরং
ইন্দোনেশিয়ার ভিন্ন
ঘটনার একটি
ভিডিও ব্যবহার
করে আলোচিত
দাবিটি প্রচার
করা হয়েছে।
এ
বিষয়ে অনুসন্ধানে
‘antiteror’ নামক টিকটক
অ্যাকাউন্টে একই
ভিডিওটি (এই
ভিডিও অনুসারে
আলোচিত দাবিতে
প্রচারিত ভিডিওটি
মিরর) খুঁজে
পাওয়া যায়।
ভিডিওটির
ক্যাপশনে থাকা
‘TNI Indonesia’ শব্দ থেকেও
বিষয়টি আরও
নিশ্চিত হওয়া
যায়। এখানে
‘TNI’ হলো Tentara Nasional Indonesia এর
সংক্ষিপ্ত রূপ,
যার বাংলা
অর্থ হলো
ইন্দোনেশিয়ার জাতীয়
সশস্ত্র বাহিনী।
অর্থাৎ,
এটি নিশ্চিত
যে আলোচিত
দাবিতে প্রচারিত
ভিডিওর সাথে
বাংলাদেশ সেনাবাহিনী
বা ইসরায়েল
ফিলিস্তিন ইস্যুর
কোনো সম্পর্ক
খুঁজে পাওয়া
যায়নি।
তাছাড়া,
সম্প্রতি বাংলাদেশ
থেকে ফিলিস্তিনের
হয়ে যুদ্ধ
করার জন্য
সেনাবাহিনী পাঠানো
হয়েছে গণমাধ্যম
ও নির্ভরযোগ্য
সূত্রে এমন
কোনো তথ্য
খুঁজে পাওয়া
যায়নি।
সুতরাং,
ইন্দোনেশিয়ার ভিডিওকে
বাংলাদেশ থেকে
৫০ হাজার
সেনাবাহিনীকে ফিলিস্তিনের
পাঠানোর দৃশ্য
দাবিতে ইন্টারনেটে
প্রচার করা
হচ্ছে; যা
মিথ্যা।
একটি মন্তব্য পোস্ট করুন