Top News

বাজারে বিষাক্ত "পাকিস্তান ক্রিম", স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে

 



আজকালকার বাজারে আপনি বিভিন্ন  রকমের ডে ও নাইট cream পাবেন বিভিন্ন দাম এর মধ্যমে । আমার অনেকেই রুপচর্চার মাধ্যমে নিজেদের সুন্দর রাখতে চাই।

কিন্ত আপনি কি জানেন যে product টি ব্যবহার করছেন সেটি কি ? আপনার ত্বকের কতটা ক্ষতি করছে।


আপনার product এর মাধ্যমে থাকতে পারে সীসা,  পারদ,  হাইড্রোকুইনোন,  স্টেরয়েড , এবং কিছু  নিষিদ্ধ কৃতিম রং । সস্তা বা দ্রুত ফল দেওয়ার প্রতিশুতি দেওয়া product  গুলিতে এই ধরনের ক্ষতিকর উপাদান বেশি দেখা যায়।


পহেলগাঁও হামলার  বিতর্কের মধ্যেই আরও এক মারাত্মক তথ্য সামনে এসেছে। পাকিস্তানি ক্ষতিকারক পরদ মেশানো cream এদেশের বাজারে ।

কেরালার তিরুবন্তপুরমের ল্যাবে টেস্ট করে দেখা গিয়েছে, এই বিউটি ক্রিমের মধ্যে ক্ষতিকারক পাকিস্তানি পারদ রয়েছে, যা ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর।

সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল প্রত্যেকটি রাজ্যকে। দেশের বাজারে পাকিস্তানে তৈরি ক্ষতিকারক উপাদান যুক্ত কসমেটিক্স নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।

Central Drugs Standard Control Organization - একটি রিপোর্টে দাবি, পাকিস্তানি সংস্থার তৈরি

 বিউটি ক্রিমে মেশানো রয়েছে পারদ। তাও আবার মাত্রাতিরিক্ত পরিমাণে।  CDSCO পরীক্ষায়

 দাবি,  ' Made in pakistan ' লেখা ক্ষতিকারক কসমেটিক্সগুলি ধরা পড়েছে কেরলের

 তিরুঅনন্তপুরমে। যা মূলত ফরসা হওয়ার প্রতিশ্রুতি দেয়।


গোরি কসমেটিকস প্রাইভেট লিমিটেড এবং MMC কসমেটিক প্রাইভেট লিমিটেড, এই দুটি পাক 

সংস্থার তৈরি কসমেটিক্স, দেশের কসমেটিক রুল লঙ্ঘন করেছে। CDSCO র রিপোর্টে দাবি,

 ২০২০ সালে যে রুল তৈরি হয়েছিল, সেই নিয়ম ভেঙেছে পাক কোম্পানির বিউটি প্রোডাক্ট। 

আর তা ছেয়ে গিয়েছে এ দেশেরই বাজারে। 


সিডিএসসিও তরফ থেকে এই ক্রিমটিকে নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি ক্ষতিকর চিনা 

পারদ মেশানো, লিকুইড লিপস্টিক, রয়েছে ভারতের বাজারে।  কেরালার তিরুবন্তপুরম থেকে

 নমুনা সংগ্রহ করা হয় এই লিকুইড লিপস্টিকের। সিডিএসসিও এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি 

করে জানানো হয়েছে, এই লিপস্টিকের মধ্যে ক্ষতিকর চিনা পারদ রয়েছে, যা অত্যন্ত ক্ষতিকর 

প্রভাব ফেলতে পারে। 


তিরুবন্তপুরমের ল্যাবে পরীক্ষার পর দেখা গিয়েছে ক্ষতিকর পারদ, এর পাশাপাশি ২০২০ এর কসমেটিক্স অ্যাক্ট রয়েছে। সেটাও লঙ্ঘন করেছে।


Post a Comment

নবীনতর পূর্বতন