কিছুদিন আগেই ভূস্বর্গ দেখতে গিয়েই জোড়া বাধায় চরম বিপত্তিতে, কয়েক গুন বেশি বিমান ভাড়া দিয়ে অবশেষে চার দিন আটকে থেকে ফিরলেন অশোকনগরের ১২ জন পর্যটক। কাশ্মীরের পহেলগাঁও হয়ে জম্মু থেকে দিল্লি আসার কথা ছিল। সেইমতো সকলে রওনাও দিয়েছিলেন । কিন্তু হড়পা বানের কারণে মাঝপথে শ্রীনগর ফিরতে হয়েছিল তাঁদের। সেখানে একদিন থেকে বাড়ির উদ্দেশে রওনা হবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু তার মাঝেই বৈসারন ভ্যালিতে ঘটে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা। এরপরই চার দিন কার্যত পরিস্থিতির সম্মুখীন হয়ে আতঙ্কে হোটেলে গৃহবন্দী থাকতে হয়েছিল সকলকে। ভূস্বর্গের মনোমুগ্ধকর পরিবেশ এবং সৌন্দর্যের টানে কাশ্মীরে গিয়ে এই পর্যটকদের হড়পা বান আর জঙ্গি হামলা এই দুইয়ের জাঁতাকলে পড়ে চরম সমস্যার সম্মুখীন হতে হয় । জঙ্গি হামলার ঠিক একদিন আগেই বৈসারন ভ্যালিতে ছিলেন তারা। ১২ জনের ওই দলে ছিলেন পাঁচজন পুরুষ এবং সাতজন মহিলা। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে পড়ে বাজেটেও ঘাটতি দেখা দেয় তাঁদের। খরচ বাঁচানোর জন্য বাধ্য হয়ে তাঁরা দোকান থেকে আলু, ডিম কিনে কোনওরকমে হোটেলে রান্না করে খেয়েছেন। পর্যটকদের এই দুরবস্থা শুনে হোটেল কর্তৃপক্ষ অবশ্য তাদের রান্না সহ সাহায্যের হাত বাড়িয়ে দেন। তবে ফেরার জন্য গাড়ি থেকে প্লেনের টিকিট এতটাই বেড়ে যায় যে নিরুপায় হয়ে পড়েন সকলে। এরপর নানা ভাবে সাহায্য নিয়ে, শেষে ১২ জনের জন্য ২ লক্ষ ১৮ হাজার টাকার বিনিময়ে বিমানের টিকিট কেটে শ্রীনগর থেকে কলকাতায় পৌঁছোন তারা। এই পরিস্থিতি দেখে চরম দুশ্চিন্তায় কাটে পরিবার পরিজনেদেরও। ঘুরতে গিয়ে ও যে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে তা যেন কল্পনাই করতে পারেননি গুপী মজুমদার, পল্লবী দাস, শম্পা মজুমদাররা। তবে, বাড়িতে ফিরতে পেরে যেন মিলেছে স্বস্তি। তবে এখনও চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ। অতিরিক্ত যে টাকা ধার নিয়ে প্রানে বেঁচে ফিরলেন সকলে, সেই টাকা পরিশোধ করতেও এখন বছর ঘুরতে সময় লাগবে বলে জানালেন কাশ্মীর থেকে ফেরা পর্যটক গুপি মজুমদার।
আকাশছোঁয়া টাকার বিনিময়ে প্রাণে ফিরলেন ১২ পর্যটক, জানালেন অভিজ্ঞতা
Amrita Saha
0
একটি মন্তব্য পোস্ট করুন