Top News

নিয়মভেঙে বছরের শুরুতে ভক্তদের সঙ্গে আনন্দে মাতলেন মদন মোহন


 বছরে বাকি দিনগুলোর থেকে আজ একটু আলাদা তাই বছরের শুরুতেই বর্ষবরণের দিন কোচবিহার বাসীর প্রাণের ঠাকুর মদনমোহন বারান্দায় এসে ভক্তদের দেখা দেবেন । মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় মন্দিরের বারান্দায় বের করে আনা হবে এই প্রাণের ঠাকুরকে। দেবত্র ট্রাস্টবোর্ডের পক্ষ থেকে জানানো হয় প্রতিবছরের মতো এবার ও নতুন বছরে মদনমোহন সকাল থেকে রাত পর্যন্ত অধিষ্টান করবেন মন্দিরের বারান্দায়, রাতে ফের মন্দিরের গর্ভ গৃহে ফিরবেন তিনি। 
নববর্ষ হোক কিংবা অন্য কোন বিশেষ অনুষ্ঠানে  ভক্তদের ভিড় লক্ষ্য করা যায় মন্দির প্রাঙ্গণে। ভিড়ের কথা মাথায় রেখে মন্দির জুড়ে পুলিশি নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে সোমবারে মন্দির চত্বর ফুল মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও বারান্দায় নিয়ে আসা হয়েছে মদনমোহনের সিংহাসন। তবে ভক্তদের ভিড় এড়াতে মন্দিরের বারান্দায় দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন