Top News

ফের ট্রলি কান্ড শহরের বুকে


 আবারো নীল ট্রলির পর এবার কালো ট্রলিতে মিলল দেহ! ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগুইআটিতে। জানা গিয়েছে, ভোরবেলা পেপার বিক্রেতা রাস্তার পাশে নালাতে কালো রঙের একটি ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখেন, যার ভেতর থেকে চুল বেরিয়ে রয়েছে। বাগুইআটির দেশবন্ধুনগরের নালাতে পরিত্যক্ত ট্রলিব্যাগটি দেখতে পায় এরপরই সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় লোকাল থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ট্রলিব্যাগটি খুলতেই এক তরুণীর দেহ উদ্ধার হয় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মহিলার মুখে বাদামি রঙের একটি টেপ লাগানো ছিল। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, মহিলাটিকে খুন করা হয়েছে। মৃতার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মহিলাটিকে অন্য কোথাও খুন করে এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে বলেও অনুমান করছে। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকাতেও খোঁজ চালানো হচ্ছে কোথাও কোনও নিখোঁজ ডায়েরি হয়েছে কি না। মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চললেও এখনো সে বিষয়ে কোন কিছু বলতে চাননি বাগুইআটি থানা। পুলিশের তরফে জানানো হয়েছে যা বলবেন উদ্বোধন কর্তৃপক্ষই বলবেন। তবে আবারো ট্রলিতে দেহ উদ্ধারের এই কান্ড স্মৃতি উস্কে দিয়েছে কয়েক মাস আগে মধ্যমগ্রামে মা মেয়ের নীল ট্রলি ব্যাগে করে পিসি শাশুড়ির দেহ গায়েবের সেই ঘটনাকে। এখন দেখার এই কালো ট্রলি ব্যাগে দেহ উদ্ধার কাণ্ডে কত দ্রুত তদন্তের গোড়ায় পৌঁছতে পারে পুলিশ।

Post a Comment

নবীনতর পূর্বতন