শুধু মহিলাদের জন্য থাকবে না "মাতৃভূমি"লোকাল । এ বার থেকে ‘মাতৃভূমি’তেও উঠতে পারবেন পুরুষরা! ১২ কামরার এই ট্রেনের কয়েকটি কামরা সাধারণ কামরা (জেনারেল কোচ) করার ভাবনাচিন্তা শুরু করে দিল রেল। আপাতত শিয়ালদহ ডিভিশনেই এই ভাবনা বাস্তবায়িত করা হবে বলে জানানো হয়েছে। শিয়ালদহ সূত্রের খবর রেলকর্মীরা পর্যবেক্ষণ করে দেখেছেন যে সমস্ত কোচে পুরোপুরি মহিলা যাত্রী থাকছে না বেশির ভাগ ক্ষেত্রেই খালিই থাকছে। ফলাফলের ভিত্তিতে, তারা সাধারণ যাত্রীদের ব্যবহারের জন্য দুটি, তিন বা চারটি কোচ রূপান্তর করার কথা বিবেচনা করবে।
মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন ‘লেডিজ় স্পেশ্যাল’ বা মাতৃভূমি লোকাল চালু করেছিলেন।বর্তমানে, শিয়ালদহ ডিভিশনের উত্তর এবং প্রধান লাইন বিভাগে ছয় জোড়া মাতৃভূমি লোকাল ট্রেন চলাচল করে।কিন্তু যাত্রীদের চাপ সামাল দিতে আবার এক বার শিয়ালদহ ডিভিশনে ‘মাতৃভূমি লোকাল’-এ পুরুষযাত্রীদের উঠতে পারার বিষয় নিয়ে এরকম ভাবনা শুরু রেলের।কিছুদিন আগেই পূর্ব রেলের তরফে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানে জানানো হয় যে, শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা বৃদ্ধির কথা। আগে একটি ট্রেনের দুই প্রান্তে একটি করে মহিলা কামরা ছিল। তবে নতুন নিয়ম অনুযায়ী সেই সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। দুই প্রান্তের ভেন্ডারের সঙ্গে থাকা জেনারেল কামরাকে মহিলা কামরা করার সিদ্ধান্ত নিয়েছে রেল।
একটি মন্তব্য পোস্ট করুন