নতুন জেনারেশন আপনার সামনে আপনাকে এমন কথা বলে চলে যাবে আপনি জাস্ট চমকে যাবেন বুঝবেন চাপাবার। এ আবার কি?
Genz এই শব্দটা কমবেশি আমরা সবাই শুনেছি, Genz বলতে আসলে ১৯৯৭ থেকে ২০১২ এই সালের মধ্যে যাদের জন্ম তারাই Genz বা জেনারেশন কোড নামে পরিচিত। বর্তমানে এই প্রজন্মের সদস্যরা ১৩ থেকে ২৮ বছরের মধ্যে। তবে এই বয়সে ছেলেমেয়েরা যদি আপনার সামনে এই Genz এর অবাধ ভাষার ব্যবহার করে তবে আপনি তো ভ্যাবাচ্যাকা খাবেনই সাথে ভাববেন যা বাবা এ আবার কোন ভাষা? তবে এই Genz আসলে কি আসুন জেনে নেওয়া যাক।
Genz- র কিছু শব্দ নতুন জেনারেশন আপনার সামনে আপনাকে এমন কথা বলে চলে যাবে আপনি জাস্ট চমকে যাবেন বুঝবেন চাপাবার। এ আবার কি?
জেন জি এই শব্দটা কমবেশি আমরা সবাই শুনেছি, জেন জি বলতে আসলে ১৯৯৭ থেকে ২০১২ এই সালের মধ্যে যাদের জন্ম তারাই জেন জি বা জেনারেশন কোড নামে পরিচিত। বর্তমানে এই প্রজন্মের সদস্যরা ১৩ থেকে ২৮ বছরের মধ্যে। তবে এই বয়সে ছেলেমেয়েরা যদি আপনার সামনে এই জেন জি এর অবাধ ভাষার ব্যবহার করে তবে আপনি তো ভ্যাবাচ্যাকা খাবেনই সাথে ভাববেন যা বাবা এ আবার কোন ভাষা? তবে এই জেন জি আসলে কি আসুন জেনে নেওয়া যাক।
জেন জি- র কিছু শব্দ নিচে আলোচনা করা হলো:
1. TYSM (টি ওয়াই এস এম): এর মানে খুবই সহজ, থ্যাঙ্ক ইউ সো মাচ।
2. BTW (বি টি ডাব্লিউ): এর মানে বাই দ্যা ওয়ে,এই শব্দটি যখন আমরা এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যেতে বাক্যের শুরুতে ব্যবহার করি।
3. IK (আই কে): আই নো, খুব স্বভাবতই দেখা যায় যে, মানুষ যখন কোন কিছু সম্বন্ধে জানে তখন তাকে আই নো বলতে দেখা যায়।
4. TBH (টি বি এইচ): টু বি অনেস্ট, তোমাকে আমার ভালো লাগে.
5. DM (ডি এম): ডিরেক্ট মেসেজ। কাউকে হয়তো লিখলেন অফিসের কোন এমপ্লয়িকে যে অন্য কাউকে নয়, আপনাকেই যেন সেই সংক্রান্ত বিষয়ে ডিএম করে।
6. IRL (আই আর এল): আইআরএল মানে ইন রিয়াল লাইফ। অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকে বলে থাকেন উড লাভ টু সি ইউ ইন রিয়েল লাইফ।
7. FR (এফ আর): এফ আর -এর অর্থ ফর রিয়েল। এফ আর, এত সুন্দর জায়গাতে আমি এর আগে কখনো আসিনি।
8. ILY ( আই এল ওয়াই): এটা আপনি নিশ্চিতভাবেই জানেন। আই এল ওয়াই বলতে বোঝাই যাচ্ছে আই লাভ ইউ।
9. NVM (এন ভি এম): নেভার মাইন্ড। কাউকে কিছু বলেছেন তার পরে ভুলে যাওয়ার জন্য শুনতে চেয়েছেন।
10. TMI (টি এম আই): টু মাচ ইনফরমেশন। আপনি কাউকে কোনো বিষয়ে অনেক তথ্য দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
11. YNK (ইউ এন কে): ইউ নেভার নো। কাউকে কোন বিষয়ে উৎসাহিত করতে ওয়াই এন কে লিখতে পারেন। আবার কাউকে বলা যায় ওয়াই এন কে,তোমার জন্য এই চাকরিটা না পাওয়াই ভালো হয়েছে। তোমার জন্য আসলেই কিছু ভালো অপেক্ষা করছে।
12. OMW (ও এম ডব্লিউ): অনেক মাই ওয়ে। আপনি রাস্তায় শীগ্রই কারো সঙ্গে দেখা হবে তখন তাকে আপনি বোঝেন চিন্তা করোনা আমি আসছি এমন সব ক্ষেত্রে আপনি লিখতে পারেন ও এম ডব্লিউ।
একটি মন্তব্য পোস্ট করুন