Top News

এই উপায়ে কান পরিষ্কার করলে মিলবে উপকার, জেনে নিন পদ্ধতি গুলো

কানে ময়লা জমা হওয়া সাধারণ ব্যাপার। তবে, কানে অতিরিক্ত পরিমাণে  ময়লা জমলে কানের শ্রবণ শক্তির জন্য সমস্যা সৃষ্টি হয়। তাই, কান চুলকালে একদম এখন থেকে আর কান খোচাখুচি  করবেন না। কিছু ঘরোয়া পদ্ধতিতে কানে জমে থাকা ময়লা পরিষ্কার করতে পারবেন আপনিও। 

জলের সঙ্গে হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে কানে দিতে পারেন। কানের ময়লা বের করার ক্ষেত্রে এটি বেশ উপকারী। 

রসুন অ্যান্টি ব্যাকটেরিয়াল তাই রসুনের তেল বানিয়েও কানে যেতে পারে। এটি কানের ময়লাকে নরম এবং দূর করতেও সাহায্য করে। 

আবার কানে কয়েক ফোটা বেবি অয়েল বা অলিভ অয়েলও দিতে পারেন। তেলটি কানে দেওয়ার পর কিছুক্ষণ রেখে আলতো করে কাত হয়ে তেলটি বের করিতে পারেন। এই তেল দিয়েও ময়লা নরম হয় এবং অপসারণের ক্ষেত্রেও খুব সহজ হয়। 

একটি স্বচ্ছ পরিষ্কার কাপড় নিয়ে গরম জলে আপেল সিডার ভিনেগার মিশিয়ে কানের বাইরের অংশ মুছে ফেলুন। এই অ্যাপেল সিডার ভিনিগার সংক্রমণ থেকে দূরে রাখে।



Post a Comment

নবীনতর পূর্বতন