Top News

বৈশাখের প্রথমদিনেই বিয়ে, সাত পাকে বাঁধা পড়লেন দিলীপ এবং রিঙ্কু

 

লাল বেনারসিতে নববধূ রিঙ্কু, হলুদ পাঞ্জাবিতে বর দিলীপ ঘোষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আইনি ও বৈদিক নিয়ম মেনেই। লাল বেনারসি, গলায় ভারী হার পরে পার্লার থেকে সরাসরি বর দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছন কনে রিঙ্কু মজুমদার। সেখানেই নববধূর হাসিমুখে ঘোষণা, “আমি খুব হ্যাপি!”—একই সঙ্গে সকলের উদ্দেশে আশীর্বাদ চাইলেন যেন নতুন দাম্পত্য জীবন যাতে সুখের হয়, কোনোরকম বাধা-বিপত্তি রাজনৈতিক প্রতিবন্ধকতা না আসে। পাত্র দিলীপ ঘোষও নিউ টাউনের আইডিয়াল ভিলা আবাসনে তখন হলুদ পাঞ্জাবিতে বরের সাজে একেবারে রাজা। রিঙ্কু জানান, এই বিশেষ দিনে বরের সাজে দিলীপ ঘোষকে দেখার জন্য তিনি দারুণ উত্তেজিত। প্রায় ৩০ থেকে ৪০ জন ঘনিষ্ঠ অতিথির উপস্থিতিতে সম্পন্ন হচ্ছে এই বিয়ে। সমস্ত নিয়মকানুন পালন করে, রীতি মেনে বিয়েতে অংশ নিচ্ছেন নবদম্পতি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পাওয়া শুভেচ্ছা বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাত্রী রিঙ্কু। সবমিলিয়ে ঘরোয়া আবহে হলেও একেবারে রাজকীয় আয়োজন, আবেগ আর আনন্দে মোড়া রইল দিলীপ-রিঙ্কুর নতুন জীবনে প্রবেশের মুহূর্ত। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মালা বদল থেকে সিঁদুর দান সবই হল দিলীপ রিঙ্কুর বিয়েতে। মাছ, ভাত, মিষ্টি সহযোগে সারা হল ভুরিভোজও।



Post a Comment

নবীনতর পূর্বতন