Top News

তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেতে চলেছে কোচবিহারসহ উত্তরবঙ্গের এই তিন জেলা

 


দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর ,অবশেষে ১৫ ই জুন কোচবিহার থেকে শিলিগুড়ি পর্যন্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এসি বাসের পরিষেবা শুরু করেছে। গরমের এই মরশুমে সাধারন বাসে চলাচলা করতে সমস্যা হয় বাসের নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীদের। 

  এবার দুটি রুটে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ পর্যন্ত এসি বাসের পরিষেবা ও শুরু করা হবে খুব শীঘ্রই।  বর্তমানে এন বি এস টিসি এর তিনটি বাস কলকাতা থেকে শিলিগুড়ি রুটে চলাচল করে। করোনার  আগে কোচবিহার থেকে শিলিগুড়ি রুটে এসি বাস চলাচল করতো তবে বর্তমানে এসি বাস নেই এই সংস্থার । 

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, পাসের যাত্রীদের দাবি এবং চাহিদার কথা মাথায় রেখে এসি বাসের পরিষেবা চালু করা হচ্ছে। 

বয়স্ক এক নিত্যযাত্রী জানান, আগে বেশ কিছু রুটে কয়েকটি এসি বাস চলত তবে দীর্ঘদিন ধরে এই পরিষেবা বন্ধ রয়েছে। এর মূল কারণ হলো, বাস গুলো বেশ পুরনো এবং নিগমের এই বাসগুলি খারাপ হয়ে যাওয়া। তাই নতুন করে এই তিন রুটে আবারো এসি বাস চালানো হবে।  এছাড়াও শিলিগুড়ি থেকে কলকাতা রুটের অতিরিক্ত একটি বাসে ও চালানো হবে বলে জানা গিয়েছে ফলে গরমের মৌসুমী চলাচল করতে এবার অনেকটাই সুবিধা হবে এই নিত্যযাত্রীদের। 

Post a Comment

নবীনতর পূর্বতন