Top News

"সরাসরি মিথ্যে কথা...উস্কানি দেওয়া হচ্ছে": বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ অস্বীকার মিঠুনের


"একদম মিথ্যে কথা। সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিকে মারা হচ্ছে? শুধু শুধু উস্কানি দেওয়া হচ্ছে।" বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠকে ভিন রাজ্যে বাঙালিদের ওপর নির্যতনের অভিযোগ উড়িয়ে দিলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। 

বেশ কয়েকদিন ধরেই অন্য রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের তথ্য ও খবর উঠে আসে নানান মাধ্যম থেকে। প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ। সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।তাঁর নিশানায় বাদ যায়নি বিজেপিও। আজ বিকেলে গিরিশ পার্কে বিজেপির সাংবাদিক বৈঠকে তারই পাল্টা আক্রমণ করেন 'মহাগুরু'।  'বাঙালি' প্রসঙ্গ উঠতেই তা জোর গলায় অস্বীকার করেন তিনি। কোথাও বাঙালিরা অত্যাচারিত হচ্ছেন না বলেই তাঁর দাবী। পাশাপশি বারবার শাসকদলের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি।  এই বৈঠকে মিঠুন ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা তাপস রায়।

Post a Comment

নবীনতর পূর্বতন