বৃহস্পতিবার রাত থেকে কলকাতায় একটানা বৃষ্টির জেরে শহরের বিভিন্ন প্রান্তে একাধিক বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। মুচিপাড়া থানার ৮৪এ, বিবি গাঙ্গুলি স্ট্রিটে শুক্রবার সকাল সাড়ে ন’টা নাগাদ তিনতলা বাড়ির ব্যালকনি ভেঙে পড়ে
কলকাতা: বৃহস্পতিবার রাত থেকে কলকাতায় একটানা বৃষ্টির জেরে শহরের বিভিন্ন প্রান্তে একাধিক বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। মুচিপাড়া থানার ৮৪এ, বিবি গাঙ্গুলি স্ট্রিটে শুক্রবার সকাল সাড়ে ন’টা নাগাদ তিনতলা বাড়ির ব্যালকনি ভেঙে পড়ে। এতে কেউ জখম হননি। অন্যদিকে, গিরিশ পার্ক থানার ১২ নম্বর সুধীর চট্টোপাধ্যায় স্ট্রিটে পরিত্যক্ত বহুতলের চারতলার একটি দেওয়াল ভেঙে পড়ে। এখানেও কেউ জখম হননি। পাশাপাশি বালিগঞ্জ থানার ৪/১ শরৎ বোস রোডে এক অভিজাত ক্লাবে সংস্কারের কাজ চলার সময় আচমকাই ভারা ভেঙে দু’জন শ্রমিক জখম হন।
একটি মন্তব্য পোস্ট করুন