আবার মিললো হিসেব বহির্ভূত অজস্র টাকার বান্ডিল। এবারে ওড়িশার কোরাপুটে এক বনাধিকারিকের বাড়িতে।
সোফার মধ্যে হোক কিংবা লকার, হাত দিলেই পাওয়া যাচ্ছে রাশি রাশি ৫০০ টাকার নোটের সাজানো বান্ডিল।পাওয়া গেলো সোনার বিস্কুট ও সোনার মুদ্রাও। সব দেখে ভিজিলেন্স বিভাগের আধিকারিকদের চক্ষু চড়কগাছ।
কোরাপুটের জয়পুর অরণ্যের ডেপুটি রেঞ্জার রামচন্দ্র নায়ক। সূত্র মারফত খবর পেয়ে ওড়িশার ভিজিলেন্স বিভাগের তদন্তকারীরা জয়পুরে তাঁর বাড়ি, ভুবনেশ্বরে ভাইয়ের বাড়ি, শ্বশুরবাড়ি, অফিস সব জায়গাতেই তল্লাশি চালান। তল্লাশি চালাতেই হতবাক অফিসাররা। সাজানো রয়েছে অসংখ্য টাকার বান্ডিল। যন্ত্র দিয়ে টাকার পরিমাণ গোনা না হলেও, সংখ্যা আরো বাড়তে পারে বলে মত তদন্তকারীদের। সেই সঙ্গে চারটি সোনার বিস্কুট এবং ১০ গ্রামের ১৬টি স্বর্ণমুদ্রা উদ্ধার করা হয় তাঁর লকার থেকে।
স্থানীয় ভিজিলেন্স বিভাগের এসপি জানান, উদ্ধার করা অর্থের পরিমা দেড় কোটি ও সোনার ওজন এক কিলোগ্রামের আশেপাশে, যদিও গোনার পর তা স্পষ্ট করে বলা যাবে আরো। অভিযুক্ত ডেপুটি রেঞ্জার কী করে এই বিপুল অর্থের অধিকারী হলেন, তা নিয়ে তদন্ত চলছে।
গত সপ্তাহে ওড়িশাতেই এক ডিভিশনাল ফরেস্ট অফিসারের বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ টাকা ও গয়না উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটে কেওনঝড়ে। ঠিক তারপরই এই কোরাপুটের ঘটনাটি। অভিযুক্ত ফের এক বনাধিকারিক। তবে কি ওড়িশার বন-বিভাগ কোনও বড়ো রহস্যের ইঙ্গিত দিচ্ছে?
![]() |
প্রতীকী চিত্র |
একটি মন্তব্য পোস্ট করুন