Top News

অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ফ্যান চালু খড়গপুরে

বিগত বেশ কিছু মাস ধরে আইআইটি  খড়গপুরে পড়ুয়া আত্মহত্যার ঘটনা দেখা যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই পড়ুয়ারা গলায় দড়ি দিয়ে আত্মঘাতি হয়। সিলিং ফ্যান থেকে তাদের ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়ে থেকে। এমত অবস্থায় খড়গপুর কলেজের কর্তৃপক্ষ আধুনিক প্রযুক্তি নির্ভর হয়েছেন। তাঁরা আধুনিক প্রযুক্তি নির্ভর সিলিং ফ্যান লাগাতে চলেছেন বলে জানা গিয়েছে। আধুনিক প্রযুক্তির এই ফ্যান স্প্রিং লোডেড, পাখায় চাপ পড়লে স্পিং নীচে নেমে যাবে নিজে থেকেই। ফলে আত্মহত্যা করতে যাওয়া ব্যক্তির পা মাটিতে লেগে যাবে, এবং আত্মহত্যা করা সম্ভব হবে না বলে জানা গেছে।



 খড়গপুর ছাড়াও কোটা অঞ্চলের প্রচুর কোচিং সেন্টারেও এই প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে। তাছাড়া, পড়ুয়া দের ওপর মানসিক চাপ নিবারণের জন্য আইআইটি খড়গপুর ১০জন ছাত্র ও ছাত্রী নিয়ে একটি স্টুডেন্ট কাউন্সিল তৈরি করা হয়েছে, যাদের মানসিক টানা পোড়েন পরিস্থিতি হবে তাদের মনোবিদের পরামর্শ বা কাউন্সিলিং করানোর ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ফ্যান লাগাতে অন্তত ৩মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে কলেজের তরফ থেকে। 

Post a Comment

নবীনতর পূর্বতন