Top News

অপারেশন মহাদেব! নিহত ৩ জঙ্গি!

 অপারেশন মহাদেবে নিকেশ পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গি। মঙ্গলবার সংসদে ঘোষণা করলেন অমিত শাহ।



পহেলগাঁওয়ের বইসরন ভ্যালির জঙ্গি হামলায় যুক্ত থাকা ৩ জন পাক দুষ্কৃতীর মৃত্যু ঘটেছে বলে দাবি করেন শাহ। অপারেশন মহাদেব চলাকালীন সোমবার নিহত হয়েছে সুলেমান, আফগান ও জিবরান নামে ৩ সন্ত্রাসবাদী। সোমবার এই ঘটনার পর তাদের দেহ শ্রীনগরে নিয়ে আসা হয়। সেইখানেই শনাক্ত করা হয় দেহগুলি। তাদের সঙ্গে পাওয়া গিয়েছে পাকিস্তানি ভোটার আইডি নম্বর ও পাকিস্তানি কোম্পানির চকলেট। 


জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা নানান আগ্নেয়াস্ত্রর মধ্যে ছিলো দুটি একে-৪৭, একটি আমেরিকান এম ৪ কারবাইন ও আরো উন্নতমানের কিছু বন্দুক। প্রত্যেকটিই বিভিন্ন দেশে নির্মিত। মঙ্গলবার শাহ লোকসভায় স্পষ্ট করে বলেন, আগ্নেয়াস্ত্রগুলিও পরীক্ষা করা হয়েছে, যা নিশ্চিত করছে, পহেলগাঁওয়ের ঘটনায় ব্যবহৃত হয় একই সব অস্ত্র। সূত্রের খবর, কেমন করে এই সব অস্ত্র ভারতে ঢুকল, কোন চক্রই বা এর মজুদ দিচ্ছে, তা নিয়ে অনুসন্ধান চালাচ্ছে নিরাপত্তা সংস্থা। এখনও অবধি তাদের অনুমান, এই জঙ্গি সংগঠনটি কাশ্মীরে কোনও বৃহত্তর আক্রমণ করার উদ্দেশ্যে ধাবিত হচ্ছিলো।

Post a Comment

নবীনতর পূর্বতন